রঞ্জন মহাপাত্র, কাঁথি: বিধ্বংসী অগ্নিকাণ্ড দিঘা (Digha) মোহনার একটি পাইকারি মাছের দোকানে। যার জেরে শনিবার গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে সংলগ্ন একাধিক দোকান। নষ্ট হয়েছে কয়েকলক্ষ টাকার ইলিশ মাছ। ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা।
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে আচমকাই আগুন লাগে দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রের অন্তর্গত একটি পাইকারি মাছের দোকানে। দ্রুত ছড়াতে থাকে আগুন। মুহূর্তের মধ্যে পাশের ১ টি মাংসের দোকান, ২ টি মাছের দোকান, ৩ টি কাপড় ও জুতোর দোকান, ৩টি সেলুন, ২ টি হার্ডওয়্যারের দোকান, ২টি খাবারের দোকান ভস্মীভূত হয়ে যায়। আগুন ধরে যায় রাস্তার বিপরীতে থাকা ৬ টি দোকানেও। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় উদ্ধার কাজ করতেও বেশ সমস্যায় পড়তে হয় দমকল আধিকারিকদের।
শেষ পাওয়া খবর অনুযায়ী, নিয়ন্ত্রণে এলেও এখনও সম্পূর্ণ নেভেনি দিঘা মোহনা বাজারের আগুন। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে কয়েকলক্ষ টাকার ইলিশ (Ilish)। ব্যবসায়ীদের কথায়, মোট ক্ষতি কোটি টাকার উর্ধ্বে। তবে কী থেকে এই আগুন তা এখনও জানা যায়নি। আগুন নেভার পরই সেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। এই ঘটনায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। একইভাবে ভোজনরসিক বাঙালিদেরও মুখ ভার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.