Advertisement
Advertisement
Bishnupur

বিষ্ণুপুরে ঝুপড়িতে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু চা বিক্রেতার

কী থেকে এই অগ্নিকাণ্ড, তা এখনও জানা যায়নি।

Massive fire broke out at Bishnupur, one person died

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 7, 2025 1:51 pm
  • Updated:January 7, 2025 1:51 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: আচমকা দাউদাউ করে জ্বলে উঠল ঝুপড়ি। পুড়ে মৃত্যু হল এক চা বিক্রেতার। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। দমকলের ২ ইঞ্জিনের চেষ্টায় আয়ত্তে এসেছে আগুন। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানা এলাকার রসপুঞ্জের একটি বসতিতে থাকতেন বরুণ মণ্ডল। তাঁর একটি চায়ের দোকান ছিল বসতিতে, ঘর লাগোয়া। সেখানে বরুন মা, স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে থাকতেন। মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া করে ঘুমিয়েছিলেন সকলে। ভোরবেলা আচমকা ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। এগোতেই দেখেন, দাউদাউ করে জ্বলছে ঝুপড়ি। প্রতিবেশীরাই খবর দেয় দমকলে। এদিকে প্রাথমিকভাবে তারাই উদ্ধার কাজে হাত লাগায়। পরিবারের বাকি সদস্যদের উদ্ধার করা গেলেও বরুনকে তাঁরা বের করতে পারেননি।

এদিকে দমকল আধিকারিকরা এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে লেলিহান শিখা। মৃত অবস্থায় উদ্ধার হন বরুন। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কী থেকে এই অগ্নিকাণ্ড, তা এখনও জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement