Advertisement
Advertisement
আগুন

বাঁকুড়ার বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৩৫০ টি দোকান

প্রচুর টাকা ক্ষতির মুখে ব্যবসায়ীরা।

Massive fire broke out at Bankura's market on wednesday evening
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 8, 2020 6:48 pm
  • Updated:April 8, 2020 8:07 pm  

টিটুন মল্লিক, বাঁকুড়া: বিধ্বংসী আগুনে ভস্মীভূত বাঁকুড়ার প্রায় সাড়ে তিনশো কাপড়ের দোকান। বুধবার দুপুরে আচমকাই আগুন ধরে যায় বড়জোড়ার বিজয় বাজারে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তবে ততক্ষণে কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে বাজার।

জানা গিয়েছে, বুধবার দুপুর সাড়ে তিনটে নাগাদ বড়জোডার বিজয় বাজার এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এরপরই স্থানীয়দের নজরে পড়ে আগুনের উৎসস্থল। দেখতে পান দাউদাউ করে জ্বলছে দোকান। প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলেও। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন। তবে ততক্ষণে পুড়ে ছাই ওই বাজারের প্রায় সাড়ে তিনশো কাপড়ের দোকান। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও জানা যায়নি। আগুন সম্পূর্ণ নেভার পরই উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন দমকলের আধিকারিকরা।

Advertisement

bankura-1

[আরও পড়ুন: হাসপাতালে ভরতি তিন বছর ধরে নিখোঁজ বৃদ্ধ, সুস্থ হতেই ঘরে ফেরাল হ্যাম রেডিও]

একেই লকডাউনে বন্ধ আয়। তার মধ্যে এদিনের অগ্নিকাণ্ডে মাথায় হাত ব্যবসায়ীদের। কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে সকলেরই। বাজার কমিটির সম্পাদক অলোক মুখোপাধ্যায় বলেন, ওই বাজারে মোট সাড়ে চারশো দোকান রয়েছে। এদিনের অগ্নিকাণ্ডে সাড়ে তিনশো দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই ভয়ংকর ক্ষতির মুখে ব্যবসায়ীরা। প্রসঙ্গত, এদিনই বড়জোড়া এলাকার ঘুটগোড়িয়ায় পরিতক্ত কারখানায় আগুন লাগতে দেখে স্থানীয় মানুষজন দলকে খবর দেয় দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট, গ্রেপ্তার বাংলাদেশি যুবক-সহ ৩]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement