Advertisement
Advertisement
Bankura

আচমকা সিলিন্ডার বিস্ফোরণ, দাউদাউ করে জ্বলে উঠল বাড়ি, মৃত ২

দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আরও ৩ জন।

Massive fire broke out at Bankura, 2 people died
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 10, 2025 11:03 am
  • Updated:January 10, 2025 12:07 pm  

টিটুন মল্লিক, বাঁকুড়া: গভীর রাতে আচমকা সিলিন্ডার বিস্ফোরণ। দাউদাউ করে জ্বলে উঠল বাড়ি। পুড়ে মৃত্যু হয়েছে ২ সদস্যের। দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আরও ৩ জন। এদিকে লেলিহান শিখার দাপটে ভেঙে পড়েছে দোতলা বাড়ির একাংশ। ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়া শহরের ৬ নম্বর ওয়ার্ডে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

বাঁকুড়ার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পাল পরিবার। অন্য়ান্যদিনের মতোই রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়েন তাঁরা। মাঝরাতে বিস্ফোরণের শব্দ পান প্রতিবেশীরা। এরপরই দেখতে পান দাউদাউ করে জ্বলছে পালবাড়ি। প্রথমেই দমকলে খবর দেওয়া হয়। এদিকে প্রতিবেশীরাও উদ্ধার কাজে হাত লাগান। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে বাড়ির একাংশ। আটকে পড়েন বাসিন্দারা। ছাদ থেকে ঝলসে যাওয়া দুই মেয়েকে লাফিয়ে প্রানে বাঁচেন ফুলেশ্বরী পাল। দমকল আধিকারিকরা পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় মোট ৫ জনকে। হাসপাতালে নিয়ে যাওয়া আগেই মৃত্যু হয় ২ জনের। হাসপাতালে ভর্তি বাকি তিনজন।

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম নিতাই পাল ও রিনা পাল। ইতিমধ্যেই তাঁদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দমকল আধিকারিকরা জানিয়েছেন, বাড়ির একতলায় টোটো চার্জিং পয়েন্ট ছিল। ওই চার্জিং পয়েন্ট থেকে সর্টসার্কিট হয়ে আগুন লাগে এসি মেশিনে। সেই আগুন থেকেই একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। ভেঙে যায় বাড়ির একাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement