সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: দোকানের মধ্যে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল পেট্রল। তাতেই আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল তিন-তিনটি দোকান। সোমবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির খড়িবাড়ি এলাকার পিডাব্লুডি মোড় এলাকায়।
[দুই জওয়ানের মুণ্ডচ্ছেদ পাক সেনার, বদলার শপথ ভারতের]
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ একটি টায়ারের দোকান থেকে আগুন লাগার সূত্রপাত হয়। সেই দোকানেই অবৈধভাবে পেট্রল মজুত ছিল। সকালে দোকান খুলে সম্ভবত ধুনো জ্বালিয়েছিলেন দোকানদার। সেখান থেকেই আগুনের ফুলকি যায় ওই মজুত করে পেট্রলে। দোকানে কাঠের আসবাব পত্র থাকায় প্রায় সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে আগুন। পাশের দু’টি দোকানেও আগুন লেগে যায়।
দমকল পৌঁছানোর আগেই এলাকাবাসীর চেষ্টায় আগুন আয়ত্বে চলে আসে। অভিযোগ, খবর দেওয়ার প্রায় চল্লিশ মিনিট পর দমকলকর্মীরা এসে পৌঁছায়। এ নিয়ে বেশ কিছুক্ষণ ক্ষোভও প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। তবে অল্পক্ষণেই সব ঠিকঠাক হয়ে যায়। আশেপাশে প্রায় পঁচিশটি দোকান ছিল ওই এলাকায়। বাড়িও ছিল বেশ কিছু। সেগুলি বেঁচে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকাবাসী। কিন্তু এভাবে অবৈধভাবে দাহ্য পদার্থ দোকানে রাখার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বাসিন্দারা। দোকানদারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
[এবার পরমব্রতর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অনুষ্কা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.