আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: কয়েকদিন শান্ত থাকার পর ফের উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া এলাকা। মঙ্গলবার রাত দশটা নাগাদ ফের বোমাবাজি শুরু হয় কাঁকিনাড়ার ৬ নম্বর রেলওয়ে সাইডিংয়ে। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও ডিসি জোন ১ অজয় ঠাকুরের নেতৃত্বে এলাকায় টহল দেয় ব়্যাফ।
[আরও পড়ুন: পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস, একুশীকে দেখতে হাসপাতালে মন্ত্রী স্বপন দেবনাথ]
নির্বাচন পর্যায় থেকে কার্যত গুলি-বোমা-বারুদের স্তুপে পরিণত হয়েছে কাঁকিনাড়া, ভাটপাড়া চত্বর৷ প্রায় প্রত্যেকদিন কাঁকিনাড়ার ৫ নম্বর সাইডিংয়ের কাছে মুড়িমুড়কির মতো বোমা পড়েছে। আহত হয়েছেন অনেকেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আয়ত্তে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রাতভর তল্লাশিতে প্রচুর বোমা উদ্ধার হয়েছে। এলাকায় শান্তি ফেরানোর দাবিতে রেল অবরোধ করেছেন স্থানীয়রা। পরক্ষণেই ফের বোমাবাজি হয়েছে এলাকায়। খোদ কমিশনারের নেতৃত্বে রাতভর এলাকায় তল্লাশি শুরু হয়। এরপরও ছবিটা বদলায়নি। গত মঙ্গলবারও দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন এসআই। এরপর কয়েকদিন কিছুটা শান্ত ছিল এলাকা।
[আরও পড়ুন:উড়ো চিঠি পাঠিয়ে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ ঠিকাদারদের]
কিন্তু মঙ্গলবার রাতে বোঝা গেল, ভাটপাড়া রয়েছে ভাটপাড়াতেই। মঙ্গলবার রাত ১০টা নাগাদ একদল দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে এলাকায় ঢুকে তাণ্ডব চালায়। মুড়িমুড়কির মতো বোমা ছুঁড়তে থাকে তারা। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়েই বারাকপুরের কমিশনার মনোজ ভার্মা ও ডিসি জোন ১ অজয় ঠাকুরের নেতৃত্বে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ। রাতেই কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে পরিস্থিতি আয়ত্তে আনতে এলাকায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এদিনের ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অনেকেই বলছেন, অশান্তি যেন পিছু ছাড়ছে না তাঁদের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.