Advertisement
Advertisement

Breaking News

সুদীপ বিশ্বাস

মোদির শপথে থাকছে পুলওয়ামায় শহিদ নদিয়ার সুদীপের পরিবার

পুলওয়ামায় জঙ্গি হামলার পর কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সুদীপের বোন৷

Martyr Sudip Biswas's family will be attends modi's oath taking ceremony
Published by: Sayani Sen
  • Posted:May 29, 2019 7:44 pm
  • Updated:May 29, 2019 7:49 pm  

পলাশ পাত্র, তেহট্ট: দ্বিতীয়বারের জন্য ফের বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি৷ সেই অনুষ্ঠানে একাধিক দেশের রাষ্ট্রনেতারা থাকবেন৷ তেমনই আবার থাকার কথা পুলওয়ামায় শহিদদের পরিজনদেরও৷ শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শহিদ সুদীপ বিশ্বাসের মা এবং ভগ্নিপতি৷ বিশেষ বিমানে দিল্লি যাচ্ছেন তাঁরা৷

সুদীপের বাবা সন্ন্যাসী এবং মা মমতা বিশ্বাস হাঁসপুকুরিয়ার বাড়িতেই থাকেন। তাঁদের দেখাশোনা করেন সুদীপের বোন ঝুম্পা বিশ্বাস। বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয়বারের শপথগ্রহণ অনুষ্ঠানে শীর্ষ নেতাদের সঙ্গে বিশিষ্ট ব্যক্তিরাও থাকবেন। সেই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য বুধবার বিজেপির পক্ষ থেকে শহিদ সুদীপ বিশ্বাসের পরিজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয় তাঁদের৷ আমন্ত্রণের প্রসঙ্গে সুদীপ বিশ্বাসের দিদি ঝুম্পা দেবী বলেন, ‘‘মোদির শপথের অনুষ্ঠানে বিমানে করে তাঁদের নিয়ে যাবে বলেছে। তার দপ্তর যখন ডেকেছে তখন মা আর আমার স্বামী যাবে।’’ 

Advertisement

[ আরও পড়ুন: মোদির শপথ অনুষ্ঠানে নেই শেখ হাসিনা, যোগ দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি]

শহিদের মা মমতা বিশ্বাস বলেন, ‘‘ছেলে মারা গিয়েছে তাই আমাদের ডাকা হয়েছে। কোনও মায়ের এই আমন্ত্রণ ভাল লাগবে না৷ তবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যখন ডেকেছে তখন যাব। আমি আর আমার জামাই দুজনেই যাব।’’ লোকসভা নির্বাচনে কৃষ্ণনগরের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে বলেন, ‘‘প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে বিজেপির রাজ্য দপ্তর থেকে শহিদ সুদীপ বিশ্বাসের পরিজনদের সঙ্গে যোগাযাগ করা হয়। সুদীপের মা মমতা বিশ্বাস ও ভগ্নিপতি সমাপ্ত বিশ্বাসকে বৃহস্পতিবার বিমানে করে দিল্লি নিয়ে যাওয়া হবে। তাঁরা প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন। দেশের জন্য প্রাণ দেওয়া জওয়ানের পরিবারকে সম্মান জানাতে এই উদ্যোগ৷’’

[ আরও পড়ুন: বাদ পড়ল পাকিস্তান, মোদির শপথ গ্রহণে আমন্ত্রিত বিমস্টেক গোষ্ঠীর রাষ্ট্রপ্রধানরা]

১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে ঢুকে হামলা চালায় জঙ্গিরা৷ তাতে শহিদ হন চল্লিশেরও বেশি জওয়ান৷ তাঁদের মধ্যে ছিলেন ৫৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ান নদিয়ার সুদীপ বিশ্বাস। নদিয়ার পলাশিপাড়ার হাঁসপুকুরিয়ার বাসিন্দা ছিলেন তিনি। জওয়ান নিহত হওয়ার পর তাঁর বোন ঝুম্পা বিশ্বাস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। নিকেশ হওয়া জঙ্গিদের দেহ দেখানোর দাবিও জানান তিনি৷ শহিদের পরিজনদের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা রাহুল সিনহা৷ তার জেরেই মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে শহিদ সুদীপের মা এবং ভগ্নিপতিকে৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement