রাহুল চক্রবর্তী: আসবেন৷ নবদম্পতিকে আশীর্বাদ করবেন৷ পেটভরে খাওয়া-দাওয়া করবেন৷ কিন্তু একটাই রিকোয়েস্ট, ‘ক্যাশ’ বা নগদ আনবেন না! ৫০০, ১০০০ টাকার নোট তো নৈব নৈব চ!
অগ্রহায়ণের গোড়াতে গৃহস্থের বাড়িতে নেমন্তন্ন করতে গিয়ে জোড় হাত করে কুটুমকে বলে আসছেন আপ্যায়নকারীরা৷ মোদ্দা কথা হল, কেন্দ্রের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলে বিয়ের অনুষ্ঠানে শুধু ধাক্কাই লাগেনি, আতঙ্কিত কনেবাড়ি থেকে বরবাড়িও৷ সকলেই উদ্বেগে, উপহারস্বরূপ কেউ যদি পুরনো নোট দেয়! আতঙ্ক রয়েছে নতুন ২০০০ টাকার নোট নিয়েও৷
অগ্রহায়ণ শুরু মানেই বিয়ের মরশুম৷ এই মাসে ৫ অগ্রহায়ণ (২১ নভেম্বর), ৯ অগ্রহায়ণ (২৫ নভেম্বর), ২৩ অগ্রহায়ণ (৯ ডিসেম্বর) ও ২৭ অগ্রহায়ণ (১৩ ডিসেম্বর) বিয়ের তারিখ রয়েছে৷ কেনাকাটা, বিয়েবাড়ি বুকিং, ক্যাটারার, ফুল, ডেকরেটরস – সবেরই অগ্রিম টাকা দেওয়ার পালা শেষ৷ চলছে আপনজনকে আপ্যায়ন৷ তবে ৮ নভেম্বরের আগে যাঁদের নিমন্ত্রণ করা হয়েছে, তাঁদের কথা আলাদা৷ সেদিন তো জানা ছিল না, দেশে এতবড় ‘বাতিল টাকার ভূমিকম্প’ হবে৷ কেন্দ্রের ঘোষণার পর থেকে পাত্র-পাত্রীর বাবা-মারা যেখানেই নিমন্ত্রণ করতে যাচ্ছেন, সেখানেই বলে আসছেন, “উপহার আনবেন না, কোনও অসুবিধা নেই৷ কিন্তু দয়া করে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট আনবেন না৷” অনেকেই বলছেন, একে বাতিল টাকা উপহার দিলে তা ভাঙাতে এক সমস্যা৷ তার পর বেশ কয়েকজন যদি এটা করে তাহলে আরেক কাণ্ড৷ সমস্যা রয়েছে নতুন ২০০০ টাকার নোট নিয়েও৷ উপহারে সেই টাকা যদি ডেকরেটরস বা ক্যাটারার না নেয়, তাহলে তা ভাঙাতে গিয়েও শীতের আবহে ঘাম জমবেই৷
বেলঘরিয়ার বাসিন্দা শুভাশিস মুখোপাধ্যায়৷ তাঁর একমাত্র ছেলে অনির্বাণের বিয়ে আগামী ২১ নভেম্বর৷ শুভাশিসবাবু বললেন, “দেখুন কোনও আত্মীয় ৫০০ ও ১০০০ টাকার বাতিল নোট দিয়ে মশকরা করতেই পারেন৷ কিন্তু সমস্যা তো আমাদেরই হবে৷ তার থেকে ভাল তাঁদের জানিয়ে দেওয়া, শুভ অনুষ্ঠানে ওটা দিয়ে দয়া করে লজ্জা দেবেন না৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.