Advertisement
Advertisement

Breaking News

ফাল্গুনেও নিম্নমুখী পারদ, মার্চে রেকর্ড গড়ল শীত

আগামী কয়েকদিন শিরশিরানি ভাব বজায় থাকবে, দাবি আবহবিদদের৷

March witnesses record temperature drop
Published by: Sayani Sen
  • Posted:March 2, 2019 1:59 pm
  • Updated:March 2, 2019 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাই যাই করেও চলতি মরশুমে বিদায় নিচ্ছে না শীত৷ ফাল্গুনেও শিরশিরানি ভাব৷ কখনও তাপমাত্রা কমছে ২ ডিগ্রি আবার কখনও ৫ ডিগ্রি৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে৷ আবহবিদদের দাবি, গত ১০ বছরের মধ্যে মার্চে সবচেয়ে কম তাপমাত্রা পেল কলকাতা-সহ গোটা রাজ্য৷ 

[লুটপাটে বাধা দেওয়ায় খুন? স্বর্ণ ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘিরে ধোঁয়াশা]

পুজো থেকেই মোটামুটি তাপমাত্রা কমতে শুরু করেছিল৷ মাঝে কখনও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে৷ তবে তা দীর্ঘস্থায়ী নয়৷ ডিসেম্বর-জানুয়ারিতে বেশ দাপুটে ব্যাটিং করেছে শীত৷ সব মিলিয়ে চলতি বছরের শীত ভেঙেছে একের পর এক রেকর্ড৷ এবারই সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়েছে শীত৷ পারাপতনের নিরিখে বেশ কয়েক বছরের রেকর্ড ছাপিয়ে গিয়েছে চলতি মরশুম৷ মার্চেও নতুন রেকর্ড গড়ল শীত৷ ডিসেম্বরে টানা শৈত্যপ্রবাহ। আর জানুয়ারি-ফেব্রুয়ারিতে পরের পর পশ্চিমি ঝঞ্ঝার হাজিরার সুবাদে মার্চের শুরুতেও শিরশিরানির ছোঁয়া তিলোত্তমায়। সর্বনিম্ন তাপমাত্রার পারদ এখনও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাঘুরি করছে৷ যার ফলে ক্যালেন্ডার ফাল্গুন বললেও, তাপমাত্রার নিরিখে তা বোঝার কোনও উপায় নেই৷ আলমারিতে সোয়েটার বেশিদিন তুলে রাখার জো রইল না আমজনতার৷ পরিবর্তে আবারও আলমারি থেকে নামিয়ে আনতে হয়েছে হালকা চাদর কিংবা সোয়েটার৷ শুধু এ রাজ্যে নয় দিল্লি-সহ উত্তর ভারতে শীত এখনও স্বমেজাজে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এমন শীতের আমেজ এখনও বেশ কয়েকদিন জারি থাকবে৷

Advertisement

[স্বপ্নাদেশ পেয়ে ভাইয়ের মুণ্ডচ্ছেদ! থানায় আত্মসমর্পণ অভিযুক্তের]

পশ্চিমি ঝঞ্ঝার জেরে গত সোমবার থেকেই আকাশের মুখভার ছিল৷ মঙ্গলবার থেকে দু-তিনদিন অঝোর বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ গোটা রাজ্য৷ শুক্রবার থেকে সামান্য রোদের দেখা মিলেছে৷ আবহবিদদের দাবি, আবারও আগামী সপ্তাহে নাকি বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য৷ নেপথ্যে সেই পশ্চিমি ঝঞ্ঝার দাপট৷ বৃষ্টির হাত ধরেই ফাল্গুনে আপাতত শীতের আমেজ বজায় থাকবে বলেই আশা আবহবিদদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement