Advertisement
Advertisement

Breaking News

মাওবাদী পোস্টার

পুজোর মুখে পুরুলিয়ার দুয়ারসিনির জঙ্গলে উদ্ধার মাওবাদী পোস্টার, বাড়ছে আতঙ্ক

২১-২৭ সেপ্টেম্বর সিপিএম (মাওবাদী)র প্রতিষ্ঠাতা সপ্তাহ উপলক্ষ্যে এই হুমকি পোস্টার।

Maoist poster and so many things appeared in Purulia's Duarsini jungle
Published by: Sucheta Sengupta
  • Posted:September 25, 2019 9:19 am
  • Updated:September 25, 2019 9:20 am  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পুজোর মুখে ফের জঙ্গলমহলে আতঙ্ক ছড়াল মাওবাদী পোস্টার। সিপিএম (মাওবাদী) প্রতিষ্ঠা সপ্তাহকে সামনে রেখে পুরুলিয়ার বান্দোয়ানে মিলল হুমকি পোস্টার, উদ্ধার হল একগুচ্ছ নথি। মঙ্গলবার বিকেলে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার পটমদা থানা লাগোয়া পুরুলিয়ার বান্দোয়ান থানার দুয়ারসিনি জঙ্গল থেকে সিপিআই (মাওবাদী) নামাঙ্কিত একাধিক পোস্টার, মাও নেতা-নেত্রীদের
ছবি—সহ নানা নথি হাতে এসেছে কেন্দ্রীয় বাহিনীর।

[আরও পড়ুন: সংঘাতের আবহেই কেন্দ্রকে টেক্কা, ফিতে কেটে বর্ধমান রেলসেতু উদ্বোধন পঞ্চায়েতমন্ত্রীর]

এদিন দুপুরে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ গোপন সূত্রে খবর পেয়ে দুয়ারসিনির জঙ্গলে অভিযান চালায় ওই বাহিনীর ১৬৯ নম্বর ব্যাটেলিয়নের এফ কোম্পানি। দুয়ারসিনি জঙ্গল থেকে ১১৫টি পোস্টার, চারটে ছুরি, তার, দু’টি টিফিন বক্স, এ রাজ্যের মাও শীর্ষ নেতা মদন মাহাতো, সাগর সিং ওরফে বীরেনের ছবি উদ্ধার করে। পাওয়া গিয়েছে ব্যান্ডেড, একটি দৈনিক সংবাদপত্র, মার্কার পেন, লাল কালি, বিএসএনএল-এর একটি সিমও। একটি কাগজে একাধিক জনের নাম ও তার পাশে টাকার অঙ্ক লেখা ছিল। সেইসঙ্গে আশেপাশের গ্রামের নাম ও জনসংখ্যা লেখা কাগজও পাওয়া গিয়েছে। পোস্টারগুলিতে রাজ্যের এবং কেন্দ্রের শাসকদল তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করে হুমকি লেখা ছিল।

Advertisement

mao-things
পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, “ঝাড়খণ্ড সীমানায় কিছু পোস্টার-সহ নথিপত্র উদ্ধার হয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে।” পোস্টারগুলি কালো কালিতে লেখা ছিল। সিপিআই (মাওবাদী)-র প্রতিষ্ঠা সপ্তাহ ২১—২৭ সেপ্টেম্বরের মধ্যে এবং পুজোর ঠিক মুখে এই পোস্টার ও নথিপত্র মেলায় খানিকটা চিন্তিত জেলা পুলিশ।

[আরও পড়ুন: ছেলেধরা সন্দেহে গণপিটুনির জের, মানসিক ভারসাম্যহীন সন্তানকে বেঁধে রাখল মা]

কয়েকদিন আগেই রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র এই জেলায় আইনশৃঙ্খলা-সহ অতি
বামপন্থী সংগঠনগুলির কার্যকলাপ নিয়ে বৈঠক করে। তার কয়েকদিনের মধ্যেই মাও সরঞ্জাম মেলায় নড়েচড়ে বসেছে বান্দোয়ান থানার পুলিশ। এছাড়া কিছুদিন আগে বান্দোয়ান লাগোয়া ঝাড়খণ্ডে মাও কার্যকলাপ নিয়ে পুরুলিয়া জেলা পুলিশ একাধিকবার বৈঠক করে। আগেও বান্দেয়ান লাগোয়া ঝাড়খণ্ডে পুলিশ-মাওবাদী গুলির লড়াইও হয়। তবে এই সময়ে এমন পোস্টার ও নথি দিয়ে এই এলাকায় মাওবাদীরা ফের নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ফলে দুয়ারসিনির জঙ্গল লাগোয়া এলাকায় আরও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

mao-forest
ছবি : অমিত সিং দেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement