Advertisement
Advertisement

Breaking News

Mao poster

তৃণমূল না করলে ৭ দিনের মধ্যে খুন, BJP বিধায়ককে হুমকি দিয়ে মাওবাদী পোস্টার! চাঞ্চল্য পুরুলিয়ায়

পঞ্চায়েত ভোটের মুখে এই পোস্টার আতঙ্ক বাড়িয়েছে স্থানীয়দের।

Mao poster found in Purulia ahead of Panchayat election | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 14, 2023 8:57 am
  • Updated:June 14, 2023 8:57 am  

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পঞ্চায়েত ভোটের মুখে মাওবাদী পোস্টারে বিধায়ককে খুনের হুমকি। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায়। খবর পেয়ে পোস্টারগুলি উদ্ধার করেছে পুলিশ।

পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে রাজ্যে। জোরকদমে চলছে মনোনয়ন পেশ। এরই মাঝে মাওবাদী পোস্টার উদ্ধার হল পুরুলিয়ার বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কের উপর থেকে। মঙ্গলবার রাস্তার উপর পোস্টারগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সাদা কাগজে লালকালিতে কোনওটায় লেখা,”বিজেপি বানেশ্বর মাহাতো এমএলএ যদি প্রানে বাঁচতে চান তবে তৃণমূল করুন। নাহলে গুলি করে শেষ করে দেবো। আমাদের সঙ্গে কোনও চালাকি নেই। ৭ দিনের মধ্যে গুলি করব।” কোনও চিঠিতে লেখা, “প্রাণে বাঁচতে চাইলে বিজেপিকে একটা ভোটও নয়।” পোস্টারের নিচে প্রেরকের স্থানে লেখা, কুমুদরঞ্জন চৌধুরী, হেঁসলা, ঝালদা। পাশে দেখা একটি ফোন নম্বর।

Advertisement

[আরও পড়ুন: মনোনয়ন পেশের সময় প্রার্থীর সন্তানকে আগলালেন অগ্নিমিত্রা, সৌজন্যের নামে খোঁচা তৃণমূল নেতাকে!]

মঙ্গলবার সন্ধেয় এই পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। পোস্টারগুলি উদ্ধার করে তাঁরা। তবে এটা আদৌ মাওবাদীদের কাজ, নাকি ভয় দেখাতে কেউ এই কাণ্ড করেছে তা নিয়ে সন্দিহান পুলিশ। গোটা বিষয়টি তাঁরা খতিয়ে দেখছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement