ফাইল ছবি
সুব্রত বিশ্বাস: যাত্রীদের ভোগান্তি যেন ‘কপালের লিখন’ করে তুলেছে রেল (Rail)। লাইন মেরমতি, ওভারহেডের তারের মেরামতের নামে রোজই ট্রেন বাতিল, ঘুরপথে যাওয়ার ঠেলায় জেরবার যাত্রীরা। এর মধ্যেই ফের দুঃসংবাদ। ব্যান্ডেল-শক্তিগড় শাখায় রোড ওভারব্রিজের কাজের জন্য ২০ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত পাওয়ার ব্লক নেবে রেল। এক মাস ধরে এই লাইনে ব্যাহত হবে ট্রেন চলাচল।
ব্যান্ডেল-শক্তিগড় শাখায় রোড ওভারব্রিজের কাজের জন্য ২০ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত পাওয়ার ব্লক নেবে রেল। এক মাসেরও বেশি সময় ধরে কিছু বর্ধমান, ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। বাতিল থাকবে হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। মোকামা এক্সপ্রেস কর্ড লাইনে চলবে। গৌড় এক্সপ্রেস নৈহাটি-ব্যান্ডেল-কাটোয়া হয়ে চলবে। শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস, যোগবাণী-কলকাতা, জয়নগর-কলকাতা, আজমগড়-কলকাতা, সীতামারি-কলকাতার, গয়া-হাওড়া, রক্সৌল- হাওড়া, গোরক্ষপুর-কলকাতাগামী ডাউন ট্রেনগুলি বিভন্ন স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হবে কাজের জন্য।
নিরাপত্তার খাতিরে এই কাজ জরুরি হলেও এনিয়ে আরও দায়িত্ববান হতে রেলকে আহ্বান জানালেন যাত্রীরা। অভিযোগ, হঠাৎ ট্রেন বাতিল, শেষ মুহূর্তে অন্য লাইন দিয়ে ট্রেন ঘুরিয়ে দেওয়ায় চরম হয়রান হচ্ছেন লক্ষ লক্ষ যাত্রী। ট্রেনগুলি এতটাই বিলম্বে চলছে যে গভীর রাতে হাওড়া আসছে অনেক ট্রেন। মাঝপথে ফাঁকা মাঠেই নিরপত্তাহীনতার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন ট্রেন। যাত্রীদের দাবি, কাজ হোক, কিন্তু প্রকৃত বিষয়টি জানিয়ে আগে থেকে সচেতন করা হোক যাত্রীদের।
যাত্রীদের অভিযোগ, ট্রেন একবার বিলম্ব করলে সেই ট্রেনটির নিজস্ব নির্ধারিত সময় চলে যায়। এই ‘পথ’ হারিয়ে যাওয়ায় ‘ভ্রান্ত পথিকের’ দশা হয়ে যায় ট্রেনটির। ফলে তা কখন চলবে তা স্পষ্ট নয়। যথা সময়ের ট্রেনগুলিকে ছেড়ে দিতে হয়। বিলম্বে চলাচলকারীকে দাঁড় করিয়ে রাখা হয় দীর্ঘসময় ধরে বলে তাঁদের অভিযোগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.