Advertisement
Advertisement

Breaking News

Garbeta

স্কুলের খাবার খেয়ে একে একে অসুস্থ কমপক্ষে ১০০ পড়ুয়া! শোরগোল গড়বেতায়

বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভর্তি করতে হয়েছিল মেদিনীপুর মেডিক্যালে।

Many students fall sick due to food poisoning in Garbeta

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 10, 2024 11:49 am
  • Updated:July 10, 2024 1:47 pm

সম্যক খান, মেদিনীপুর: আবাসিক স্কুলের রাতের খাবার খেয়ে একে একে অসুস্থ কমপক্ষে ১০০ পড়ুয়া। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মেদিনীপুরের গড়বেতায়(Garbeta)। তবে অসুস্থরা সকলেই স্থিতিশীল বলে খবর।

পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় রয়েছে পণ্ডিত রঘুনাথ মুর্মু বিদ্যাপীঠ। এটি একটি আবাসিক স্কুল। ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে চারশো। জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই সোমবার রাতেও পড়ুয়ারা খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়ে। এর পর মঙ্গলবার সকাল থেকে একে একে ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়তে থাকে। সকলেরই একই উপসর্গ, বমি-পেটের সমস্যা। কমপক্ষে ১০০ ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তখনই তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যালে।

Advertisement

[আরও পড়ুন: নজির গড়া পারফরম্যান্সে দুরন্ত ইয়ামাল, ফ্রান্সকে ছিটকে ইউরো ফাইনালে স্পেন]

কী থেকে এই ঘটনা? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খাবারে বিষক্রিয়ার কারণেই এই পরিস্থিতি। এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষত বিনোদ মণ্ডল বলেন, “রাতে পড়ুয়ারা ডাল, ভাত ও সবজি খেয়েছিল। মনে করা হচ্ছে ওই খাবারেই কোনও সমস্যা ছিল। গোটা বিষয়টা খতিয়ে দেখা হবে।” তবে পড়ুয়ারা সকলেই এখন স্থিতিশীল বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: টিম ইন্ডিয়ার ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে কাকে পছন্দ? জানিয়ে দিলেন গম্ভীর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ