রঞ্জন মহাপাত্র, কাঁথি: পূর্ব মেদিনীপুরে কাঁথির একটি গ্রামে একসঙ্গে অসুস্থ ৭০-র বেশির গ্রামবাসী। প্রায় ৫৫ জন বাসিন্দা কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অনেকে। খাবারের বিষক্রিয়ার কারণে এই সমস্যা বলে মনে করা হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।
কিন্তু একসঙ্গে এতজন অসুস্থ হয়ে পড়লেন কী করে? জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কাঁথি দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের একটি বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়। স্বাভাবিকভাবেই সেখানে আগত ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। শুক্রবার সকাল থেকে ৭০ জনের বেশি গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন। প্রত্যেকের একই উপসর্গ দেখা যায়। অসুস্থদের জ্বর, বমি, খিচুনি, পেটের অসুখ-সহ উপসর্গ দেখা যায়। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৫৫ জনকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা সিদ্ধার্থ রায় বলেন, “নারায়ণ পুজোর প্রসাদ খেয়ে ৬০ জনের বেশি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সরকারকে অনুরোধ করব, যাতে অসুস্থদের চিকিৎসা পরিষেবা দ্রুত দেওয়া হোক। আশা করি অসুস্থরা দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে উঠবে।” স্বাস্থ্যকর্মীদের দাবি, “প্রসাদে বিষক্রিয়া কারণে এমন ঘটনা। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.