Advertisement
Advertisement
ট্রেন

পাওয়ার ব্লকে কাজের জের, হাওড়া থেকে খড়গপুরগামী বহু ট্রেন বাতিল

ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা।

Many local train canceled in South-Eastern railway
Published by: Sayani Sen
  • Posted:June 2, 2019 10:52 am
  • Updated:June 2, 2019 10:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখায় বেশ কয়েকটি লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত ভারতীয় রেলের৷ সূত্রের খবর, রবিবার দিনভর ধরে ওই শাখায় পাওয়ার ব্লকের কাজ চলবে৷ তার জেরে আপাতত বেশ কয়েকটি লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে৷ সাধারণত এই শাখায় ট্রেন পেতে প্রতিদিনই ভোগান্তির শিকার হন যাত্রীরা৷ রবিবার ভোগান্তি আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে৷

[ আরও পড়ুন: নতুন বিদ্যুৎ সংযোগ দিয়ে রেকর্ড গড়ল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা]

ভারতীয় রেলের পরিষেবা নিয়ে অভিযোগের অন্ত নেই৷ কখনও অভিযোগ উঠেছে ঘোষণা ঠিকমতো হয় না তো আবার কখনও অভিযোগ উঠেছে সময়মতো ট্রেন পাওয়া যায় না৷ নিত্যযাত্রীদের অভিযোগ, অফিস টাইমে যদিও বা দক্ষিণ-পূর্ব শাখায় দু-একটা ট্রেন পাওয়া যায় তো রাতের দিকে তাও অমিল৷ প্ল্যাটফর্মে ট্রেন পাওয়া গেলেও, তা আদৌ কখন ছাড়বে সে প্রশ্নের উত্তরও নাকি মেলে না৷ প্রায় প্রতিদিনই ৩০-৪৫ মিনিট দেরিতে চলে সব ট্রেন৷ এই সমস্যার মাঝেই আবার পাওয়ার ব্লকে কাজের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ৷ রবিবার দিনভর চলবে সেই কাজ৷ তার জেরে এদিন সকাল থেকে রাত পর্যন্ত মোট ১১টি খড়গপুর-হাওড়া লোকাল বাতিল করা হয়েছে৷ এছাড়াও বাতিল করা হয়েছে হাওড়া-দিঘা এসি ট্রেন৷ বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে৷ তার মধ্যে রয়েছে ভদ্রক-হাওড়া প্যাসেঞ্জার, আদ্রা-হাওড়া প্যাসেঞ্জার৷ এছাড়াও ৬টি এক্সপ্রেস ট্রেনের সময় বদল করা হয়েছে৷ দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন যাত্রীরা প্রায় প্রতিদিনই ভোগান্তির শিকার হন৷ রবিবার ট্রেন কম চলায় সমস্যা আরও বাড়বে বলেই আশঙ্কা তাঁদের৷

Advertisement

[ আরও পড়ুন: রোজা ভেঙে রক্তদান, যমে-মানুষের লড়াইয়ের ময়দানে রাখির প্রাণদাতা ওসমান]

হাওড়ার পাশাপাশি উত্তর ২৪ পরগনার শ্যামনগরেও রবিবার সকালে ব্যাহত ট্রেন চলাচল৷ শ্যামনগরে ঢোকার মুখে মা তারা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়৷ প্রচণ্ড শব্দ করে বন্ধ হয়ে ট্রেন৷ যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন৷ তবে কারও কোনও বিপদ হয়নি৷ স্টেশন মাস্টারের মাধ্যমে খবর পৌঁছায় রেলের ইঞ্জিনিয়ারদের কাছে৷ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় ট্রেনটির ইঞ্জিন মেরামতির কাজ৷ তার জেরে ৩ নম্বর রেললাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷ এরপর ১ নম্বর রেললাইন দিয়ে অন্যান্য ট্রেনগুলিকে ঘুরিয়ে দেওয়াও হয়েছিল৷ ঘণ্টাখানেক পর আবারও মা তারা এক্সপ্রেস চলা শুরু হয়েছে৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement