Advertisement
Advertisement

Breaking News

সাইকেল নিয়ে বিবাদে মধ্যযুগীয় বর্বরতা, যুবকের পুরুষাঙ্গে কামড় প্রতিবেশীর

হাসপাতালে ভরতি ওই ব্যক্তি।

Man's penis bitten by his neighbours
Published by: Tanumoy Ghosal
  • Posted:January 27, 2019 11:51 am
  • Updated:January 27, 2019 11:51 am  

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দুই প্রতিবেশীর বিবাদে মধ্যযুগীয় বর্বরতা। কামড় বসিয়ে দেওয়া হল একজনের পুরুষাঙ্গে! গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি ভরতি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলায়। পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[ পরীক্ষার আগেই ইন্টারভিউয়ের চিঠি পেয়ে ধন্দে চাকরিপ্রার্থী]

Advertisement

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। ক্যানিংয়ের জীবনতলা থানার খাগড়া গ্রামের রাস্তায় দাঁড় করানো ছিল একটি সাইকেল। সেই সাইকেলটি নিয়ে চালাতে শুরু করে ফকির নামে এলাকার এক কিশোর। ওই সাইকেলটি যাঁর, তিনি আবার ওই কিশোরের প্রতিবেশী। এই নিয়ে দুই পরিবারের মধ্যে একপ্রস্থ বচসা হয়। সেদিনের মতো ঝামেলা মিটেও যায়। জীবনতলার খাগড়া গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, শনিবার রাতে ফের ফকিরকে গালিগালাজ করে সাইকেল মালিকের পরিবারের লোকেরা। ভাইপোকে হেনস্তার প্রতিবাদ করেছিলেন ফকিরের কাকা কাদের লস্কর। আবারও দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়ে যায়। বচসা চলাকালীন আচমকাই কাদেরের পুরুষাঙ্গে তাঁর প্রতিবেশীরাই কামড় বসিয়ে দেয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় কাদের ভরতি হাসপাতালে।

এই ঘটনায় এলাকারই পাঁচজনের বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেছেন কাদের লস্করের পরিবারের লোকেরা। শনিবার রাতেই দু’জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এদিকে সামান্য একটি সাইকেল নিয়ে বিবাদকে কেন্দ্র করে এমন ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা।

[ পর্যটন মানচিত্রে নয়া গন্তব্য ড্যানি-তনুজার ‘লালকুঠি’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement