সংবাদ প্রতিদিন ব্যুরো: আরও বড় ভাঙনের মুখে কংগ্রেস৷ অবশেষে তৃণমূলে যোগ দিচ্ছেন প্রবীণ কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া৷ আজ তাঁর সঙ্গে দলত্যাগী হচ্ছেন আরও বেশ কিছু নেতা৷ তৃণমূল সূত্রে খবর, আজ বিকেলে মানসবাবুকে নিয়ে তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হবেন সর্বভারতীয় যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তখনই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেবেন মানস ভুঁইয়া৷ তাঁর মতো নেতা দলে আসায় তাঁকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে৷ এখন সম্ভব না হলেও, পরবর্তী সময়ে তাঁকে রাজ্য মন্ত্রিসভাতেও দেখা যেতে পারে৷ মানসবাবুর সাংগঠনিক দক্ষতাকে ব্যবহার করতে চায় নেতৃত্ব৷
মানসবাবুর সঙ্গে এদিন তৃণমূলে যোগ দিতে পারেন তাঁর অনুগামী কনক দেবনাথ, অজয় ঘোষ, মনোজ পাণ্ডে, খালেদ ইবাদুল্লারা৷ সঙ্গে থাকার কথা উত্তর ২৪ পরগনার প্রবীণ নেতা অসিত মজুমদার ও দক্ষিণ ২৪ পরগনার নেতা মানব মিত্ররও৷ দক্ষিণ দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক তথা পুরপ্রধান কানাইলাল আগরওয়াল-সহ পুরসভার ৯ কাউন্সিলরও তৃণমূলে যোগ দিতে পারেন৷
তৃণমূলে যোগ দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চান মানস৷ মানসের মতো নেতাকে ধরে রাখতে না পারা অধীর চৌধুরির নেতৃত্বের ব্যর্থতা বলেই মনে করা হচ্ছে৷ যদিও তিনি নিজেই এখন সংকটে৷ তাঁর বহরমপুর পুরসভা রবিবার সদলবলে চলে গেল তৃণমূলে৷ শোনা যাচ্ছে, জেলার প্রবীণ কংগ্রেস নেতা মহম্মদ সোহরাবও তৃণমূলের পথে৷ আবু হেনারাও কথা চালাচ্ছেন শুভেন্দু অধিকারী-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ পদ্মার ভাঙনের চেয়েও দ্রুতগতিতে ভাঙছে অধীরের জেলার কংগ্রেস৷ দেখা যাচ্ছে ডিসেম্বর মাস নয়, পুজোর আগেই মুর্শিদাবাদে কংগ্রেসের বিজয়া এসে গেল৷
অন্যদিকে, বামেদের শিলিগুড়ি সংকট এদিন আরও তীব্র৷ এক বাম কাউন্সিলর আগেই যোগ দিয়েছেন তৃণমূলে৷ রবিবার বামেদের একমাত্র সঙ্গী নির্দল কাউন্সিলর অরবিন্দ ঘোষের প্রয়াণে বাম-পুরবোর্ডের সংকট আরও বাড়ল৷ কারণ এই অরবিন্দর সমর্থনের সুবাদেই পুরবোর্ড দখলের ম্যাজিক ফিগার ২৪ আসনে পৌঁছেছিল বামেরা৷ এই পরিস্থিতিতে পুরোপুরি সংখ্যালঘু হয়ে পড়ল বাম-পুরবোর্ড৷ বামেদের সংখ্যা এখন ২২৷ কংগ্রেসের হাতে রয়েছে ৪ কাউন্সিলর৷ বিজেপির রয়েছে ২৷ তৃণমূলের দখলে রয়েছে ১৮টি আসন৷ বামেরা কংগ্রেসের দিকে তাকালেও ৪ কাউন্সিলর মুখ খুলছেন না৷ ফলে মেয়র পদে অশোক ভট্টাচার্যর অস্বস্তি বেড়েছে৷ এই সুযোগ নিয়েই বোর্ড ওল্টাতে সক্রিয় তৃণমূল৷ আজই তৃণমূল ভবনে ভোটার তালিকা নিয়ে বিধায়কদের বৈঠকে ডেকেছে দলীয় নেতৃত্ব৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.