Advertisement
Advertisement

Breaking News

পিএসি কমিটির সভাপতি পদে থাকছেন মানস ভুঁইয়াই

“এই মুহূর্তে মানস বাবুকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে না৷ আগামী এক বছরের জন্য তিনি সেই পদেই থাকবেন৷”

Manas will remain the head of PAC committee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 26, 2016 8:03 pm
  • Updated:September 26, 2016 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস ছেড়েছেন সবং বিধায়ক মানস ভুঁইয়া৷ আর তাই তাঁর এবং অন্যান্য  দলছুট  কংগ্রেস  বিধায়কদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান৷

কংগ্রেসের হয়ে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি পদে যোগ দিয়েছিলেন মানস ভুঁইয়া৷ আর সেখান থেকেই তাঁর সঙ্গে দলের অন্তর্দ্বন্দ্ব শুরু৷ দলের সঙ্গে কোন্দল চলাকালীনও মানসের একমাত্র সম্বল ছিল পিএসি কমিটির ঘরটিই৷ কিন্তু মানসের দল ছাড়ার পরই তাঁকে পিএসি কমিটির সভাপতি পদ থেকে সরাতে তৎপর হয়েছে কংগ্রেস৷

Advertisement

যদিও বিরোধী দলের বহু চেষ্টার পরেও আপাতত মানস যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি পদেই থাকবেন, তা কার্যত স্পষ্ট করে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়৷ এদিন তিনি জানিয়েছেন, মানস বাবুকে পিএসি কমিটির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার কোনও লিখিত আবেদন তিনি পাননি৷ পাশাপাশি, তিনি আরও জানান, “এই মুহূর্তে মানস বাবুকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে না৷ আগামী এক বছরের জন্য তিনি সেই পদেই থাকবেন৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement