Advertisement
Advertisement

বর্ধমানের রেনেসাঁয় এবার এক অন্য ‘দেবীপক্ষ’

৯ সেপ্টেম্বর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

Manami Ghosh to unveil Shrachi Group's 'Renaissance township' project with Cultural event 'Devi Paksha'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2017 2:59 pm
  • Updated:September 7, 2017 2:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবীপক্ষের সূচনা। তবে একটু অন্যরকম। ঠিক পঞ্জিকার দিনক্ষণ মিলিয়ে চিরায়ত শুরু নয়। এ ক্ষণ এসে হাজির হবে তার একটু আগেই। যে সর্বজনীননতার কথা দেবীপক্ষের আত্মায় মিশে আছে, তারই অন্যরকম প্রকাশ এখানেও। সকলে মিলে থাকা যদি এই পক্ষের মূল কথা হয়, তবে এ দেবীপক্ষও নিঃসন্দেহে তারই অন্যরকম সূচনা। উদ্যোগ শ্রাচী গ্রুপের। বর্ধমানে তাদের প্রয়াসেই জন্ম নিয়েছে এক স্বপ্ন নগরী। নাম দেওয়া হয়েছে ‘রেনেসাঁ টাউনশিপ’। এই স্বপ্নের প্রকল্পেরই মডেল ফ্ল্যাট ও বাংলো উদ্বোধন করে ৯ সেপ্টেম্বর দেবীপক্ষ-এর উদ্বোধন করবেন অভিনেত্রী মনামী ঘোষ।

[বন্ধন মুক্তির আহ্বানেই মায়ের আবাহন হাতিবাগান সর্বজনীনে]

প্রায় ২৫০ একর জায়গা জুড়ে একটু একটু করে গড়ে উঠছে এই স্বপ্ন নগরী। কী নেই সেখানে! আস্ত একটা শহরে যা থাকে সবই মিলবে এখানে। হয়তো একটু বেশিই। শহরের আদলেই হাসপাতাল, স্কুল, বাংলো থেকে বাজারে সেজে উঠছে এ টাউনশিপ। শ্রাচীর উদ্যোগে গড়ে ওঠা এ টাউনশিপ সার্থকনামাই বটে। বর্ধমানের উপকণ্ঠে এ যেন এক রেনেসাঁই। আস্ত একটা শহরই ক্রমে ক্রমে যেন জেগে উঠছে। তবে একদিনে তা সম্ভব হয়নি। বহুদিনের পরিশ্রম, অধ্যবসায় মিশে আছে এই সাজানো নগরীর হয়ে ওঠার পিছনে। স্বপ্ন তো অনেকেই থাকে। দেখেনও হয়তো অনেকে। তবে তা বাস্তবায়িত করা কম কথা নয়। অনেক পরিশ্রম-পরিকল্পনা মিশে থাকে ইট-কাঠ কংক্রিটে। আর সাজানো বাড়ির অন্তরালে থেকে যায় স্বপ্ন সত্যি হওয়ার নেপথ্যের গল্পগাছা। তবে না, তা নেহাতই নেপথ্যেই থেকে যাবে না। উঠে আসবে প্রকাশ্যেও। মডেল ফ্ল্যাট ও বাংলো উদ্বোধনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি অভিনেত্রী মনামী ঘোষের মুখোমুখি হবেন শ্রাচি গ্রুপের কর্ণধার রাহুল টোডি। আলাপচারিতায় উঠে আসবে সেই স্বপ্ন ছোঁয়ার আখ্যান। সংবাদ প্রতিদিন ডিজিটাল-এ লাইভ আড্ডায় তার সাক্ষী থাকবেন গোটা বাংলার মানুষ।

Advertisement

[পুজোয় শিশুশ্রমিকদের হারানো স্বপ্নে সেজে উঠছে তেলেঙ্গাবাগান]

তবে এখানেই শেষ নয়। দেবীপক্ষ তো সহজাত ধর্মেই বেশ আড়ম্বরপূর্ণ। আর তাই নয়া এই দেবীপক্ষও হচ্ছে জাঁকজমকে ভরা। দিনভর থাকছে সংস্কৃতির উদযাপন। শুরুতেই থাকবে বসে আঁকো প্রতিযোগিতা, ইমামি হেলথি অ্যান্ড টেস্টি (Emami Healthy and Tasty)-র প্রযোজনায় রান্নার প্রতিযোগিতা, কেয়া শেঠ(Keya Seth)-এর প্রযোজনায় ফ্যাশন শো। এই অনুষ্ঠানে অংশ নেবেন টাউনশিপের বাসিন্দারাই। সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে থাকবে নাচ, গান ও কমেডির অনুষ্ঠনও। অংশ নেবেন প্রিয়দর্শিনী ঘোষ, মধুরিমার মতো পরিচিত শিল্পীরা। ফ্ল্যাট বা বাংলো শুধু তো শুকনো সিমেন্ট-বালি নয়। বিনোদনের এই উপাচার, সকলের সম্মিলনই বোধহয় জানিয়ে দেবে কেন এই অনুষ্ঠান দেবীপক্ষ-এর নয়া সূচনা।

[সিংহভাগ বারোয়ারি পুজোর দুর্গাপ্রতিমায় প্রাণপ্রতিষ্ঠাই করতে পারেন না পুরোহিতরা!]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement