Advertisement
Advertisement

সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধাকে বেধড়ক মার ছেলে ও পুত্রবধূর

ছি:!

Published by: Tanumoy Ghosal
  • Posted:July 30, 2018 12:02 pm
  • Updated:July 30, 2018 12:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বয়স সত্তর পেরিয়ে গিয়েছে৷ অশক্ত শরীরে ঠিকমতো চলাফেলাও করতে পারেন না৷ কিন্তু, বৃদ্ধার মায়ের ভরণপোষণের দায়িত্ব নিতে রাজি নয় ছেলে ও পুত্রবধূ৷ উলটে সম্পত্তি লিখে না দেওয়ার তাঁকে রীতিমতো মারধর করা হত বলে অভিযোগ৷ থানায় অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধা৷ তাঁর ছেলে ও বউমাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অমানবিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে৷

কয়েকঘণ্টার ব্যবধানে একই পরিবারের ২ শিশুর রহস্যমৃত্যু, চাঞ্চল্য কোচবিহারে]

Advertisement

সোনারপুরের মিশনপল্লিতে থাকেন সত্তরোর্ধ্ব অর্চনা কোলে৷ পাঁচ কাঠা জমিতে বসতবাড়িটি তৈরি করেছিলেন তাঁর স্বামী৷ তিনি প্রয়াত৷ এখন ছেলে ও বউমার সঙ্গে সেই বাড়িতেই থাকেন অর্চনাদেবী৷ ওই বৃদ্ধার অভিযোগ, তাঁকে দেখভাল করে না ছেলে ও বউমা৷ বসতবাড়ি ও জমি নিজের নামে লিখিয়ে নিতে চাইছে ছেলে৷ ছেলেকে মদত দিচ্ছে তাঁর স্ত্রীও৷ জমি লিখে না দেওয়ায় ওই বৃদ্ধার উপর রীতিমতো অত্যাচার করছে ছেলে ও বউমা৷ গত বৃহস্পতিবার তাঁকে প্রচন্ড মারধরও করা হয় বলে অভিযোগ৷ অর্চনা কোলের দাবি, তাঁকে বাড়ির শৌচাগারটিরও ব্যবহার করতে দেওয়া হয় না৷ ছেলে ও বউমার অত্যাচার আর সহ্য হচ্ছিল না৷ দু’জনের নামে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অর্চনা কোলে৷ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ৷ দিন কয়েক আগে এমনই ঘটনা ঘটেছিল জলপাইগুড়িতে৷ জমি লিখে না দেওয়ায় ছেলের অত্যাচার লাগাম ছাড়িয়েছিল৷ শেষপর্যন্ত আত্মহত্যা করেন এক বৃদ্ধ৷  মৃতের বড় ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়৷

[ জায়ের সঙ্গে ঝামেলায় ছেলেকে খুন, মৃত সন্তান কোলে থানায় আত্মসমর্পণ গৃহবধূর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement