Advertisement
Advertisement
Chandannagar Hospital

চন্দননগর হাসপাতালে বাচ্চা চুরির চেষ্টা, মায়ের তৎপরতায় পাকড়াও ‘ছেলেধরা’

বাচ্চা চুরি নিয়ে লাগাতার গুজবে গণপ্রহারের ঘটনা ঘটে চলেছে রাজ্যজুড়ে।

Man tried to abduct child from Chandannagar Hospital
Published by: Paramita Paul
  • Posted:June 29, 2024 7:57 pm
  • Updated:June 29, 2024 7:58 pm  

সুমন করাতি, হুগলি: বাচ্চা চুরি নিয়ে লাগাতার গুজব। আর তার জেরেই একের পর এক গণপ্রহারের ঘটনা ঘটে চলেছে রাজ্যজুড়ে। এর মধ্যেই চন্দননগর হাসপাতালে বাচ্চা চুরির অভিযোগ। যদিও পরিবার ও পুলিশের তৎপরতায় শেষপর্যন্ত বাচ্চাকে চুরি করা সম্ভব হয়নি। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তবে তিনি চোর কিনা তা তদন্ত কর দেখছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ভদ্রেশ্বরের খুড়িগাছি নতুন পাড়ার বাসিন্দা অনিতার ৭ বছরের ছেলে চন্দননগর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছে। শনিবার দুপুরে বাচ্চাটি ওয়ার্ড থেকে বেরিয়ে জল আনতে যায়। হঠাৎ সেই সময় অপরিচিত এক ব্যক্তি বাচ্চাটির হাত ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তখনই সে চিৎকার করে ওঠে।

Advertisement

[আরও পড়ুন: T20 World Cup Final 2024 live: টসে জিতল টিম ইন্ডিয়া, প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত রোহিতের]

সেই সময় এই ঘটনা চোখে পড়ে তাঁর মায়ের। অনিতাদেবী বাধা দিতে গেলে অভিযুক্ত যুবক পকেট থেকে লোহা জাতীয় কিছু বের করে তাঁকে মারতে যায়। কিন্তু সফল হয়নি। চিৎকার-চেঁচামেচিতে লোক জড়ো হয়ে যায়। চলে আসেন হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মীরা। তাঁরা বাচ্চা চোর সন্দেহে অপরিচিত ওই যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

[আরও পড়ুন: বিহারকে ‘বিশেষ মর্যাদা’, পাওনা বুঝে নিতে দলীয় বৈঠকে প্রস্তাব পাশ নীতীশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement