Advertisement
Advertisement

পারিবারিক বিবাদে ভাইয়ের বাড়িতে আগুন দাদার, দুই শিশু-সহ মৃত ৪

বাবার মৃত্যুর পর সরকারি চাকরি পেয়েছিলেন ছোট ভাই।

Man torches brother's home, 4 dead
Published by: Tanumoy Ghosal
  • Posted:February 4, 2019 5:47 pm
  • Updated:February 4, 2019 5:47 pm  

বাবুল হক, মালদহ: পারিবারিক বিবাদে ছোট ভাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দিল এক যুবক। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুই শিশু-সহ চারজনের।জখম হয়েছেন আরও চারজন। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার মদনটোলা গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে মূল অভিযুক্তকে এখনও ধরা যায়নি। সে ফেরার। 

[ পুলিশ-সিবিআই সংঘাত চরমে, জেলায় জেলায় অবরোধ-বিক্ষোভ তৃণমূলের]

Advertisement

মানিকচকের মদনটোলা গ্রামে থাকতেন গেদু মণ্ডল। চাকরি করতেন রাজ্য পুলিশের এনভিএফ-এ। কর্মরত অবস্থায় মারা যান তিনি। গেদু মণ্ডলের চার ছেলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাবার মৃত্যুর চাকরি পান ছোট ছেলে গোবিন্দ। আর এই নিয়ে দাদা মাখনের সঙ্গে বিবাদ চলছিল তাঁর। প্রতিবেশীদের অভিযোগ, রবিবার রাতে গোবিন্দ মণ্ডল ও অন্য ভাই বিকাশ মণ্ডলের বাড়িতে আচমকা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় মাখন। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় গোবিন্দের দুই মেয়ে দেবশ্রী ও প্রিয়া। একজনের বয়স চার, আর একজনের তিন। তাদের বাঁচাতে গিয়ে গুরুতর জখম দুই ভাই বিকাশ ও গোবিন্দ-সহ ছয়জন। তাঁদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু, শেষরক্ষা হয়নি। হাসপাতালে মারা যান বিকাশ ও গোবিন্দ। 

এদিকে এই ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত মাখন মণ্ডল। সোমবার দুপুরে পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীদের জানিয়েছেন, রীতিমতো পরিকল্পনা করে ভাইয়ের বাড়িতে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে মাখন। তাঁকে খুঁজছে পুলিশ। 

[ কৃষ্ণনগরে অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তা, ফেসবুকে সরব গায়িকা ইমন চক্রবর্তী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement