Advertisement
Advertisement

Breaking News

Raiganj

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদের শাস্তি! প্রতিবেশীর গায়ে অ্যাসিড ছুড়ল যুবক

ছুরি নিয়ে হামলার অভিযোগও রয়েছে।

Man throws acid at neighbor in Raiganj

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:December 21, 2024 7:56 pm
  • Updated:December 21, 2024 7:58 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: অ্যাসিড হামলা উত্তর দিনাজপুরে! বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় প্রথমে ছুরি নিয়ে হামলা। পরে পড়শি যুবকের মুখে-গালে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল ভিনরাজ্যের এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় জড়িত অভিযোগে শনিবার এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

জখম যুবকের নাম সঞ্জয় গোয়ালা। তুলসিতলার বাসিন্দা। গুরুতর জখম অবস্থায় বছর চব্বিশের যুবককে রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার রাতের ঘটনায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের খরমুজাঘাট সংলগ্ন তুলসীতলা এলাকার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, মাস খানেক আগে পাড়ার এক মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে পাড়ার এক যুবককে প্রচণ্ড মারধর করা হয়েছিল। সেখানে একেবারে সামনের সারিতে ছিলেন সঞ্জয়। তার প্রতিবাদেই শুক্রবার রাতে হামলা হয়েছে বলে খবর।

Advertisement
রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে অ্যাসিড হামলায় জখম সঞ্জয় গোয়ালা। নিজস্ব চিত্র।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা জখম সঞ্জয় বলেন,”কয়েকদিন ধরেই রাতে মদ্যপ অবস্থায় প্রচণ্ড গতিতে বাইক চালিয়ে এক যুবক পাড়ার সরু গলির রাস্তা দিয়ে ঢুকত। তা নিয়ে রাতে স্থানীয় লোকজনের সঙ্গে ঝগড়া হচ্ছিল। আমি সামনে গিয়ে প্রতিবাদ করেছিলাম মাত্র। তারপরই গলায় চাকু চালিয়ে দেওয়ার চেষ্টা করে বাইক চালক। আটকাতে গেলে আমার বামহাতে চাকু ঢুকিয়ে দেয়। সেইসময় দৌড়ে পালিয়ে যাই।” তিনি আরও বলেন, “ওই রাতেই ছেলেটির বাড়িতে প্রতিবাদ করতে গেলে ঘর থেকে বেরিয়ে আমার মুখে অ্যাসিড ঢেলে দেয় প্রিন্স কুমার ও তার ভাই। পাশে অভিযুক্তের বাবা দাঁড়িয়ে ছিলেন। তবে তিনি আটকানোর চেষ্টা করেছিলেন।”

এদিন রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন,”অ্যাসিড ঢাকার অভিযোগে এক যুবকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।” আক্রান্তের পরিবারের তরফে ঘটনায় তিনজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃত যুবকের নাম প্রিন্স কুমার। পেশায় স্বর্ণ কারিগর। রায়গঞ্জের সোনার দোকানের কর্মচারী। বিহারের বাসিন্দা। তবে মাস ছয়েক ধরে শহরের তুলসিতলার একটি বাড়ি ভাড়া নিয়ে বাবা ও দুই ভাই নিয়ে থাকতেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement