ফাইল ছবি।
নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: নাতনিকে নিয়ে যেতে বাধা দিতেই শাশুড়ির মাথা ইট মেরে ফাটিয়ে পালাল জামাই। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বনগাঁ থানার প্রতাপগড় এলাকায়। জখম শাশুড়ি ঝুমা রায় বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসা করানোর পর ঘটনার কথা থানায় এসে জানান। শনিবার রাতেই তিনি বনগাঁ থানায় জামাই রাজেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে অভিযুক্ত পালিয়ে যায়।
[ছাত্র-যুব উৎসবে তৃণমূল নেতাদের চটুল নাচ, উড়ল টাকাও, দেখুন ভিডিও]
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজেশ সরকারের সঙ্গে বছর খানেক আগে প্রতিবেশী শালিনী রায়ের বিয়ে হয়। দু’মাসের একটি কন্যাসন্তান আছে তাদের। অসুস্থতার কারণে শালিনী সরকার তাঁর বাপের বাড়িতে রয়েছেন। শনিবার রাত একটা নাগাদ রাজেশ সরকার শ্বশুরবাড়িতে আসে৷ তারপর দু’মাসের মেয়েকে কোলে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে৷ শাশুড়ি ঝুমা রায় দেখতে পেয়ে বাঁধা দিতে গেলে তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করে বলে অভিযোগ। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে বাঁধা দিতে গেলে তাঁদেরকেও মারধর করে বলে অভিযোগ। অবস্থা বেগতিক বুঝে মেয়েকে রেখে পালিয়ে যায় রাজেশ। ঝুমাদেবী বলেন, আগেও এমন অত্যাচার চালাত রাজেশ। এমনকি বিয়ের পর থেকেই মেয়ে শালিনীর উপর অত্যাচার করত৷ মেয়ে নিতে বাধা দেওয়ায় তাঁকে মারধর করল জামাই। ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে শুরু করেছে বনগাঁ থানার পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.