Advertisement
Advertisement

Breaking News

পরকীয়ার প্রতিবাদ, স্বামী ও প্রেমিকার হাতে নির্যাতিতা গৃহবধূ

অভিযুক্ত স্বামী ও তার প্রেমিকা গ্রেপ্তারি এড়াতে দিঘায় পালিয়েছেন বলে পুলিশের অনুমান৷

Man thrashed wife as she stumbles upon his extra-marital affair
Published by: Sucheta Sengupta
  • Posted:June 7, 2019 4:58 pm
  • Updated:June 7, 2019 4:58 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে প্রতিবাদ করেছিলেন স্ত্রী৷ আর তার জেরে তাঁকে শারীরিক হেনস্তার শিকার হতে হল৷ প্রেমিকা-সহ স্বামী তাঁর উপর চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ৷ ঘটনা ক্যানিং এক নম্বর দিঘিরপাড় এলাকার৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ 

[আরও পড়ুন: লাগাতার তৃণমূল-বিজেপি সংঘর্ষে থমথমে খেজুরি, অপসারিত ওসি]

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম সুব্রত সাহা৷ তিনি একটি ফিনান্স সংস্থায় চাকরি করেন৷ বছর চার আগে গৌরী সাহার সঙ্গে তাঁর বিয়ে হয়৷ কাজের সূত্রে ক্যানিং ১ এর অন্তর্গত দিঘিরপাড়ে ভাড়া থাকতেন স্ত্রীকে নিয়ে৷ এরই মাঝে মিনতি বন্দ্যোপাধ্যায় নামে এক বিবাহিত মহিলার সঙ্গে সুব্রতর সম্পর্ক গড়ে ওঠে৷ সেকথা গৌরীদেবীর কানে পৌঁছালেও তিনি বিশ্বাস করেননি৷ তবে বৃহস্পতিবার রাতে তিনি দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান৷ এরপরই প্রতিবাদ করেন৷

Advertisement

আর তাতেই তাঁকে নির্যাতনের মুখে পড়তে হয়৷ অভিযোগ, স্বামী সুব্রত এবং তাঁর প্রেমিকা মিনতি – দু’জন মিলে গৌরীদেবীকে মারধর করেন৷ ঝাঁটা এবং দা-এর বাঁট দিয়ে পিঠে আঘাত করা হয়৷ আশঙ্কাজনক অবস্থায় গৌরীদেবীকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করেন স্থানীয়রা৷ পুলিশে অভিযোগ দায়ের করা হয়৷ তবে সূত্রের খবর, গ্রেপ্তারির ভয়ে দু’জনেই দিঘা পালিয়ে গিয়েছেন৷ গৌরীদেবী অবশ্য জখম অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷ তাঁর স্বামী বান্ধবী মিনতির সঙ্গেই পালিয়ে গিয়েছেন বলে আশঙ্কা গৌরীদেবীর৷ তিনি কিছুটা সুস্থ হয়ে উঠলে পুলিশ তাঁর জবানবন্দি নেওয়ার চেষ্টা করবে বলে সূত্রের খবর৷ তাঁর অভিযোগ, জবানবন্দির ভিত্তিতে অভিযুক্তদের খুঁজে বের করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ৷ 

[আরও পড়ুন: এবার অনলাইনে কাটতে পারেন সরকারি হাসপাতালের বহির্বিভাগের টিকিট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement