Advertisement
Advertisement

ছেলেধরা সন্দেহে ফের গণপিটুনি, বর্ধমানের জামালপুরে আক্রান্ত যুবক

এক বালককে নিয়ে সাইকেল করে যাচ্ছিলেন তিনি, দাবি স্থানীয়দের।

Man thrashed in East Burdwan
Published by: Tanumoy Ghosal
  • Posted:March 10, 2019 12:50 pm
  • Updated:March 10, 2019 3:26 pm  

সৌরভ মাজি, বর্ধমান: ছেলেধরা সন্দেহে ফের গণপিটুনি। এবার পূর্ব বর্ধমানের জামালপুরে। আক্রান্ত যুবককে উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, একজন বালককে নিয়ে সাইকেল করে যাচ্ছিল ওই যুবক। ওই বালককে ভরতি করা হয়েছে হাসপাতালে। আক্রান্ত যুবককেও গ্রেপ্তার করেছে পুলিশ।

[ বই খুলে পরীক্ষা, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক]

Advertisement

আক্রান্ত যুবকের নাম শেখ আজিজ। বাড়ি, জামালপুরেরই নসিপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে বছর আটেকের এক বালককে নিয়ে সাইকেল করে যাচ্ছিলেন আজিজ। ঘটনাটি নজরে পড়ায় সন্দেহ হয় গ্রামবাসীদের। আজিজকে ধাওয়া করেন তাঁরা। জামালপুরেরই আড়াশুল গ্রামে ধরা পড়ে যায় আজিজ। গ্রামবাসীদের দাবি, যখন তাঁরা চেপে ধরেন, তখন ওই যুবক অংলগ্ন কথা বলছিলেন। এমনকী, তাঁর সঙ্গে থাকা বালকটিও রীতিমতো অসুস্থ ছিল। এরপরই ছেলেধরা সন্দেহে শেখ আজিজকে বেধড়ক মারধর করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। কোনওমতে মারমুখী জনতার হাত থেকে তাঁকে উদ্ধার করে গ্রামের একটি ক্লাব ঘরে আটকে রাখেন স্থানীয় বাসিন্দাদেরই একাংশ। এদিকে ‘ছেলেধরা’ ধরা পড়ার খবর ততক্ষণে আড়াশুল গ্রামে রীতিমতো ভিড় জমে গিয়েছে। খবর দেওয়া হয় জামালপুর থানায়। এসডিপিও-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছায় পূর্ব বর্ধমানের জামালপুরে আড়াশুল গ্রামে। শেখ আজিজকে নিয়ে যাওয়া হয় থানায় আর ওই নাবালককে ভরতি করা হয় হাসপাতালে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চপে সঙ্গে মাদক খাওয়ানো হয়েছে ওই বালককে। শেখ আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজ্যের বিভিন্ন প্রান্তে ইদানিং ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা বাড়ছে। বস্তুত, খাস কলকাতায়ও বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত রবিবার। সেদিন রাতে বড়তলা থানা এলাকায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন মানসিক ভারসাম্যহীন এক যুবক।

[ শখের বশে বাইক চুরি, পুলিশের জালে ২ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement