Advertisement
Advertisement

Breaking News

গণপিটুনি

ছেলেধরা সন্দেহে গণপিটুনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ-কাঁদানে গ্যাস

অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে বেশ কয়েকজন চা শ্রমিক জখম হয়েছেন৷

Man thrased on suspection of theft in Alipurduar's Majherdabri area
Published by: Sayani Sen
  • Posted:July 13, 2019 2:12 pm
  • Updated:July 13, 2019 2:12 pm  

রাজ কুমার, আলিপুরদুয়ার: ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনি৷ শনিবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র আলিপুরদুয়ারের মাঝেরডাবরি চা বাগান চত্বর৷ প্রহৃত যুবককে উদ্ধার করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে৷ বাধ্য হয়ে লাঠিচার্জ করা হয়৷ ছোঁড়া হয় কাঁদানে গ্যাস৷ অভিযোগ, পুলিশের লাঠির ঘায়ে বেশ কয়েকজন চা শ্রমিক জখম হয়েছেন৷ স্থানীয় হাসপাতালে ভরতি রয়েছেন তাঁরা৷

[ আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে জল ঢুকেছে জলদাপাড়া অভয়ারণ্যে, বিপন্ন বন্যপ্রাণ]

স্থানীয়দের দাবি, বেশ কয়েকদিন ধরেই রাতে মাঝেরডাবরি এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে৷ তার জেরেই এলাকাবাসীকে গ্রাস করেছে ছেলেধরার আতঙ্ক৷ শনিবার ভোররাতে বাগান চত্বরে একজনকে ঘোরাফেরা করতে দেখেন নৈশপ্রহরীরা৷ ওই ব্যক্তিকে ঘিরে ধরেন তাঁরা৷ সে খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি৷ গোটা এলাকাজুড়ে খবর রটে যায়, আটক হওয়া যুবক ছেলেধরা৷ 

Advertisement

এরপরই উত্তেজিত জনতা আইন নিজেদের হাতে তুলে নেন৷ বেধড়ক মারধর করা হয় ওই যুবককে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চা বাগানের ম্যানেজার৷ অজ্ঞাতপরিচয় ওই যুবককে উদ্ধার করে চা বাগানের অফিসে নিয়ে যাওয়া হয়৷ তবে তাতেও উত্তেজিত জনতাকে শান্ত করা যায়নি৷ ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে যান স্থানীয়রা৷ টেনেহিঁচড়ে ওই যুবককে বাইরে আনা হয়৷ তাঁকে বেধড়ক মারধর করতে শুরু করে উত্তেজিত জনতা৷ মারের চোটে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় ঘটনাস্থলে পড়ে যান তিনি৷

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ তবে ওই যুবককে উদ্ধারে পুলিশকে বাধা দেওয়া হয়৷ বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে৷ ছোঁড়া হয় কাঁদানে গ্যাস৷ উত্তেজনা কিছুটা প্রশমিত হলে পুলিশ ওই যুবককে উদ্ধার করে৷ স্থানীয়দের দাবি, পুলিশের লাঠির ঘায়ে বেশ কয়েকজন চা বাগান শ্রমিক জখম হয়েছেন৷ তাঁদের চিকিৎসা চলছে৷ কে বা কারা মারধর শুরু করল, তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ৷ তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি৷

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement