ছবি: প্রতীকী
শান্তনু কর, জলপাইগুড়ি: মুরগির ওম পেয়ে ডিম ফুটে বেরিয়েছিল ময়ূরের ছানা। মুরগির সংস্পর্শে বন্য পরিচয় ভুলে বাড়ির চারপাশই ছিল তাদের পরিধি। খবর পেয়ে শিলিগুড়ি পুর কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে বাড়ি থেকে দুটি ময়ূরকেই উদ্ধার করে আনল বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্স। ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিক পরিতোষ মণ্ডলকে দেখা করার জন্য নোটিস পাঠানো হয়েছে। না এলে ওয়ারেন্ট ইস্যু করা হবে বলে স্পেশাল টাস্ক ফোর্সের রেঞ্জ অফিসার সঞ্জয় দও জানিয়েছেন।
জানা গিয়েছে, গোপন সূত্রে বনদপ্তরের আধিকারিকদের কাছে খবর আসে শিলিগুড়ির শান্তিনগর এলাকায় এক বাড়িতে ময়ূর রয়েছে। ময়ূর দুটিকে পোষা না পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে তা তাদের জানা ছিল না। শুক্রবার দুপুরে আচমকা অভিযান চালিয়ে ময়ূর দুটিকে উদ্ধার করে আনেন তাঁরা। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন বাজার থেকে ময়ূরের ডিম কিনে এনে মুরগি দিয়ে তা ফোটানো হয়েছিল। রেঞ্জ অফিসার সঞ্জয় দওর কথায়, বনের কোনও সম্পদ বাইরে পাচার বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুয়ায়ী নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনা প্রমাণ করছে জঙ্গল থেকেই ময়ূরের ডিম বাইরে পাচার করা হয়েছিল। কোন বাজার থেকে এবং কার কাছ থেকে এই ডিম সংগ্রহ করা হয়েছে তা জানতেই বাড়ির মালিককে নোটিস পাঠানো হয়েছে। দেখা না করলে বাড়িতে ময়ূর পোষার অভিযোগে বাড়ির মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হবে বলে জানান তিনি।
[রিহ্যাবে হিংস্র কুকুর পাহারা দিচ্ছে রোগীদের, চাঞ্চল্য বিধাননগরে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.