সান্তনু কর, জলপাইগুড়ি: অবশেষে ধরা পড়ল চোর। না, কোন ছিঁচকে কিংবা সিঁদেল চোর নয়। ডিম চুরির নেপথ্যে যে বিষধর গোখরো কে জানত! অবশেষে ডিম চুরির রহস্য ভেদ করলেন পরিবেশ প্রেমীরা। ধরা পড়ে ডিম চোর গোখরো। হাফ ছেড়ে বাঁচেন গৃহকর্তা।
[আলোয়ার কাণ্ডের আতঙ্ক! উপহারের গরু ফেরালেন রাজ্যসভার এই সাংসদ]
ঘটনাস্থল ময়নাগুড়ির বাশিলার ডাঙ্গা। স্থানীয় বাপি মোদকের মুরগির খাঁচা থেকে নিয়মিত ডিম চুরির ঘটনা ঘটছিল। প্রতিদিনই মুরগির খাঁচা থেকে ডিম চুরি হয়ে যায়। তাই মুরগি ডিম পাড়ার পর ডিম কোথায় যায় তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পরে মোদক পরিবারের। কেউ যে খাঁচা থেকে মুরগির ডিম নিয়ে খেয়েছে তাও নয়। কিন্ত তা সত্ত্বেও ডিম কি করে কমে যাচ্ছে তা ধরতেই পারছিলেন না কেউই।
অবশেষে চোরকে ধরিয়ে দিয়ে ডিম চুরির রহস্য ভেদ করল মুরগিই। মুরগির ডাক শুনে মোদক পরিবারের সদস্যদের সন্দেহ হওয়ায় কৌতুহলের বশে এগিয়ে দেখেন খাঁচার বাইরে ছটফট করছে মুরগি। তখনই তাঁদের সন্দেহ হয়। খাঁচায় উকি দিতেই দেখতে পান একটি গোখরো সাপ আপন মনে মুরগর ডিম খাচ্ছে। না, পুলিশ নয়, বাগে পাওয়া চোর ধরতে খবর দেন ময়নাগুড়ি রোডের পরিবেশ প্রেমী সংগঠনকে। সংগঠনের কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করেন। স্বস্তি ফেরে মোদক পরিবারে। সাপটিকে উদ্ধার করে কিছু দূরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে সংগঠনের সম্পাদক নন্দু রায় জানিয়েছেন ।
[বৃষ্টি নামতেই ফের ডেঙ্গু আতঙ্ক রাজ্যে, বেলেঘাটা আইডিতে ভরতি ৭]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.