Advertisement
Advertisement

Breaking News

Taki

রেস্তরাঁ থেকে বাদ্যযন্ত্র চুরি ‘সঙ্গীতপ্রেমী’ চোরের, সিসিটিভিই চিনিয়ে দিল ‘গুণধর’কে

ব্যাপারটা কী?

Man stole musical instruments from shop, identified from CCTV footage| Sangbad Pratidin

অলংকরণ: সুযোগ বন্দ্যোপাধ্যায়।

Published by: Tiyasha Sarkar
  • Posted:January 3, 2024 4:54 pm
  • Updated:January 3, 2024 4:54 pm  

গোবিন্দ রায়: রেস্তরাঁয় চুরি করতে ঢুকে বাদ্যযন্ত্র নিয়ে পালাল ‘গুণধর’ চোর! ‘সংগীতপ্রেমী’ চোরের কাণ্ড দেখে হতবাক সকলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার টাকিতে। অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত যুবক।

বসিরহাটের হাসনাবাদ থানার টাকি পুরসভার ৫নং ওয়ার্ডে কেন্দ্রীয় পাঠাগারের বিপরীতে এই রেস্তরাঁ। দোকান মালিক সূত্রে জানা গিয়েছে,  রেস্তরাঁর জানলার কাঁচ ভেঙে এক চোর দোকানে ঢোকে। সেখান থেকে চুরি করে নিয়ে যায় বেশ কয়েকটি গিটার, সাউন্ড সিস্টেম, হোম থিয়েটার ও একটি টিভি। যেগুলি মূলত রেস্তরাঁয় আসা খাদ্যপ্রেমীদের মনোরঞ্জনের জন্য ব্যবহার করা হতো। পাশাপাশি বেশ কয়েকটি গিটার ঐ চোর পুকুরে ফেলে যায় বলে অভিযোগ। সেই সঙ্গে নগদ কুড়ি হাজার টাকা নিয়ে যায় সে। সকালে গিয়ে হতবাক হয়ে যান রেস্তরাঁ মালিক। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক যুবক মাঝরাতে এই কাণ্ড ঘটিয়েছে। দোকান থেকে একে একে বাদ্যযন্ত্র চুরি করে চম্পট দিয়েছে সে।

Advertisement

[আরও পড়ুন: পরপর ৫টি মন্দিরে চুরি, উধাও গয়না-বাসন! শোরগোল দুবরাজপুরে]

এর পরই রেস্তরাঁ মালিক সঞ্জীব দাস হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে এক যুবককে চিহ্নিত করা হয়। তার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, গুণধর সেই চোরের নাম হোসেন গাজি। বাড়ি বসিরহাটের সংগ্রামপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হোসেন গাজি কয়েকবছর আগে ওই রেস্তরাঁয় কাজ করত। কিন্তু অভব‍্য আচরণের জন্য কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। অনুমান, সেই আক্রোশেই রেস্তরাঁয় এই কাণ্ড ঘটিয়েছে পুলিশ। কিন্তু অন্যান্য সামগ্রী থাকা সত্ত্বেও কেন ধৃত যুবক বাদ্যযন্ত্রের উপর আক্রশ প্রকাশ করল? তা নিয়ে উঠছে প্রশ্ন।

[আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে স্কুলে নবম শ্রেণির ছাত্র! আতঙ্কিত সহপাঠীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement