Advertisement
Advertisement
Extra Marrital Affair

স্ত্রীকে নিয়ে পালিয়েছিল বন্ধু, সামনে পেয়েই কুপিয়ে ‘খুন’ যুবককে

ঘটনায় তীব্র চাঞ্চল্য চন্দননগরে, পলাতক অভিযুক্ত।

Man stabbed to death accused of involving in extra marrital affair due with friend's wife | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sucheta Sengupta
  • Posted:July 9, 2023 7:17 pm
  • Updated:July 9, 2023 7:21 pm  

সুমন করাতি, হুগলি: বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extra Marrital Affair) জেরে ‘খুন’ এক ব্যক্তি। ঘটনা চন্দননগরের (Chandannagar) নাড়ুয়ার। জানা যাচ্ছে, মৃতের নাম বিশ্বজিৎ মণ্ডল। বয়স ৪০ বছর। নিজের স্ত্রী থাকা সত্ত্বেও বিশ্বজিৎ বন্ধুর স্ত্রীকে ভালবেসে বেপাত্তা হয়ে গিয়েছিলেন। বছর খানেক পর দু’জনই বাড়ি ফিরে আসেন। আর তারপরই খুন হয়ে যান তিনি। পুলিশ জানাচ্ছে, গলায় হাঁসুয়ার কোপ মেরে তাঁকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত জগদীশ্বর পলাতক। হত্যাকাণ্ডে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বছর খানেক আগে জগদীশ্বরের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল বন্ধু বিশ্বজিতের। তিনি নিজেও বিবাহিত (Married)। তা সত্ত্বেও বন্ধুর স্ত্রীকে নিয়ে পাড়া ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বিশ্বজিৎ। কিন্তু মাস তিনেক আগে ফিরে আসেন বিশ্বজিৎ। পরে বাড়ি ফেরেন জগদীশ্বরের বউও। তখন থেকেই বন্ধুর উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা ছিল জগদীশ্বরের।

Advertisement

[আরও পড়ুন: আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতলের সিঁড়ি, আটকে কমপক্ষে ৫৪ বাসিন্দা, চাঞ্চল্য কলকাতায়]

এরপর রবিবারই ঘটে গেল হত্যাকাণ্ড (Killing)। মোটর ভ্যান চালিয়ে বিকেলে ভদ্রেশ্বর সুভাষপল্লি থেকে উত্তরপাড়ার দিকে যাচ্ছিলেন বিশ্বজিৎ। অভিযোগ, সেসময় বিশ্বজিতের গলায় হাঁসুয়ার দিয়ে কোপ (Stab) দেয় ‘বন্ধু’ জগদীশ্বর। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত জগদীশ্বর পলাতক। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

[আরও পড়ুন: ‘Who is you?’, ভুল ইংরাজি বলে হাসির খোরাক শুভেন্দু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement