Advertisement
Advertisement

বেড়াতে গিয়ে বিপত্তি, ট্রেনে কাটা পড়ে মৃত বাবা-ছেলে

হাসপাতালে চিকিৎসাধীন মৃতের স্ত্রী।

Man, son crushed under train wheels at Mongpong
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 1, 2019 7:02 pm
  • Updated:June 1, 2019 7:02 pm  

অরূপ বসাক, মালবাজার: দার্জিলিংয়ে ছুটি কাটাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বাবা ও ছেলের। আহত হয়েছেন আরও ১ জন। শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের মংপং-এ। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে।

[আরও পড়ুন: ধারে বিড়ি দিতে নারাজ, ব্যবসায়ীকে পুড়িয়ে মারল প্রতিবেশী!]

বেড়াতে গিয়ে ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন এক পরিবার। জানা গিয়েছে, কয়েকদিন আগে দার্জিলংয়ে বেড়াতে যান নেপালের বাসিন্দা ওই পরিবার। বিভিন্ন এলাকায় ঘোরার পর শনিবার দুই ছেলেকে নিয়ে মংপং-এ এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ওই নেপালি দম্পতি। সেই সময় ঘটে যায় দুর্ঘটনা। রেললাইন পার হওয়ার সময় শিলিগুড়ির-বঙ্গাইগাও ডিএমইউ ট্রেন ধাক্কা দেয় তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নেপালি ব্যক্তি ও তাঁর এক সন্তানের। গুরুতর আহত হন তাঁর স্ত্রীও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহদুটি উদ্ধার করে। পুলিশ ও  স্থানীয়দের তৎপরতায় মালবাজার হাসপাতালে ভরতি করা হয় মৃতের স্ত্রীকে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement