ফাইল ছবি
অভ্রবরণ চট্টোপাধ্যায়: মদ্যপান নিয়ে স্বামী-স্ত্রীর অশান্তি। নিত্যদিন লেগেই থাকত ঝগড়াঝাটি। শুক্রবার রাতে তা ভয়ংকর আকার নিল। স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটির পর নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দিলেন স্বামী। এই ঘটনাকে কেন্দ্র করে ফাঁসিদেওয়ায় জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েতের ঝমকলাল জোতে ব্যাপক চাঞ্চল্য। স্ত্রী-সন্তানের কোনওক্রমে প্রাণরক্ষা হয়েছে। পলাতক স্বামী।
ফাঁসিদেওয়ায় জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েতের ঝমকলাল জোত এলাকার দীর্ঘদিনের বাসিন্দা নূর ইসলাম। বেশ কয়েক বছর আগে আতিমা খাতুনের সঙ্গে দাম্পত্যের সূচনা। সন্তানও রয়েছে তাঁদের। নূর ইসলাম অতিরিক্ত মদ্যপান করেন। তার জেরে আতিমার সঙ্গে অশান্তি লেগেই থাকত। শুক্রবার গভীর রাতে অতিরিক্ত মদ্যপান করে নূর ইসলাম বাড়ি ফেরেন। তা নিয়ে আতিমার সঙ্গে চরম বচসা হয়। রাতের খাওয়াদাওয়ার পর চরম পদক্ষেপ করে নূর। অভিযোগ, বাড়িতেই আগুন লাগিয়ে দেয়।
তারপরই বাড়ি থেকে বেরিয়ে যায় নূর। সেই সময় ঘরে ছিলেন তার স্ত্রী আতিমা এবং সন্তান। আগুনের লেলিহান শিখা দেখে আঁতকে ওঠেন আতিমা। কোনওক্রমে সন্তানকে কোলে নিয়ে ঘর থেকে বেরন তিনি। তাঁর চিৎকারে প্রতিবেশীরা জড়ো হয়ে যান। খবর পৌঁছয় ফাঁসিদেওয়া থানায়। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আগুন লাগার খবর দমকলেও দেওয়া হয়। মাটিগাড়া থেকে আসা দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পর থেকে সন্তানকে নিয়ে বাপের বাড়িতেই রয়েছেন আতিমা। নূর ইসলাম পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.