Advertisement
Advertisement
Magrahat

রক্তাক্ত শরীর, চিৎকার করে ছুটছেন ব্যক্তি! পিকনিকের মাঝে ভয়ংকর কাণ্ড মগরাহাটে

পুলিশ সূত্রে খবর, গলার নলিতে গুরুতর আঘাত রয়েছে তাঁর। প্রাথমিকভাবে খুনের চেষ্টা বলে মনে করা হচ্ছে।

Magrahat: Man seen to seek help while bleeding, primarily suspects being murder attempt
Published by: Sucheta Sengupta
  • Posted:December 2, 2024 9:04 am
  • Updated:December 2, 2024 1:06 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: শরীর জুড়ে ঝরছে রক্ত, সাহায্যের জন্য চিৎকার করতে করতে ছুটে আসছেন এক ব্যক্তি! রবিবার রাতে পিকনিকের রেশ কেটে দিল এমনই ভয়াবহ এক দৃশ্য। রক্তাক্ত অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট (Magrahat) থানা এলাকার শ্যামনগরের। ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন তিনি। পুলিশ সূত্রে খবর, ব্যক্তির গলার নলিতে গুরুতর আঘাত রয়েছে। খুনের চেষ্টা বলে প্রাথমিক অনুমান পুলিশের। তদন্তে নেমেছে মগরাহাট থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাতে শ্যামনগর এলাকায় স্থানীয় একটি ক্লাবে পিকনিক করছিলেন এলাকার কয়েকজন বাসিন্দা। আনন্দের মাঝে হঠাৎই ভয়াবহ দৃশ্য দেখে থমকে যান সকলে। এলাকাবাসীর নজরে পড়ে, রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি চিৎকার করতে করতে সাহায্যের জন্য ছুটে আসছেন। স্থানীয়রা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসকরা।

Advertisement

ঘটনার খবর পেয়ে পৌঁছয় মগরাহাট থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, গুরুতর ওই ব্যক্তির নাম হাসিবুল মোল্লা। বাড়ি মগরাহাটের শ্যামনগর এলাকাতেই। হাসিবুল পেশায় মাংস বিক্রেতা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসিবুলের গলার নলিতে গুরুতর আঘাত রয়েছে। সেই কারণে সম্পূর্ণ ঘটনা বিবরণ পুলিশের কাছে দিতে ব্যর্থ হয় হাসিবুল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কী কারণে মাংস ব্যবসায়ীর উপর হামলা হল, কে বা কারা এর সঙ্গে জড়িত, তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে মগরাহাট থানার পুলিশ। এখনও গ্রেপ্তারির কোনও খবর নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement