Advertisement
Advertisement

পরকীয়ায় বাধা, স্ত্রীর উপর অ্যাসিড হামলা স্বামীর

শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছে মহিলার৷

Man pour acid on wife in Baruipur

ছবি: প্রতীকী

Published by: Sayani Sen
  • Posted:December 21, 2018 7:25 pm
  • Updated:December 21, 2018 7:25 pm  

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: স্বামীর পরকীয়ায় বাধা৷ তার জেরে মর্মান্তিক পরিণতি হল স্ত্রীর৷ মহিলার উপর অ্যাসিড হামলা চালাল স্বামী৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ আশঙ্কাজনক অবস্থায় এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আক্রান্ত মহিলা। শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছে তাঁর।

[জঙ্গল থেকে উদ্ধার স্কুলছাত্রীর মৃতদেহ, পুলিশের উপর চড়াও স্থানীয়রা]

বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটে বারুইপুর স্টেশন লাগোয়া এলাকায়৷ বাংলাদেশের ছেলে খালেক সর্দারের সঙ্গে বেশ কয়েকবছর আগে বিয়ে হয় বাসন্তীর চড়াবিদ্যা এলাকার বাসিন্দা ওই মহিলার। খালেক পেশায় রাজমিস্ত্রি৷ খালেক ও তাঁর স্ত্রীর একটি সন্তানও রয়েছে৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে অভিযুক্ত খালেক হালদার তার স্ত্রীকে নিয়ে এক মহিলার বাড়িতে যায়। অভিযোগ, ওই মহিলার সঙ্গে খালেকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তাতে আর পাঁচজন মহিলার মতো খালেকের স্ত্রীরও আপত্তি ছিল৷ এই নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটিও লেগেই থাকত খালেকের৷ গতরাতে তা বিরাটাকার নেয়৷ অভিযোগ, সেই ঝগড়া চলাকালীন সন্তানকে সরিয়ে রেখে স্ত্রীর গায়ে অ্যাসিড ঢেলে দেয় খালেক৷ এরপরই অ্যাসিডে ঝলসে যাওয়া স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত৷ স্থানীয় বাসিন্দাদের তার আচরণ দেখে সন্দেহ হয়৷ তাঁরা দেখেন, খালেকের স্ত্রী যন্ত্রণায় ছটফট করছেন৷ মহিলার কী হয়েছে জানতে চাওয়ায় সঠিক উত্তর দিতে পারে না খালেক৷ অসঙ্গতি পাওয়া যায় তার কথায়৷ পরে যদিও স্থানীয় বাসিন্দাদের কাছে অপরাধ কবুল করে সে৷ জানায়, স্ত্রীর উপর অ্যাসিড হামলার কথা৷

Advertisement

[রুমাল ও হোটেলের বিলের সূত্র ধরে রহস্যের কিনারা, খড়দহে প্রৌঢ় খুনে গ্রেপ্তার প্রাক্তন স্ত্রী]

ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ৷ মহিলাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করা হয়৷ তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশই পুড়ে গিয়েছে৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি৷ এদিকে, স্থানীয় বাসিন্দারাই বারুইপুর থানার পুলিশের হাতে তুলে দেয় অভিযুক্তকে৷ খালেককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement