Advertisement
Advertisement
ডায়মন্ড হারবার

শ্বশুরকে গুলি করে খুন জামাইয়ের, ব্যাপক উত্তেজনা ডায়মন্ড হারবারে

দোষীদের গ্রেপ্তারের দাবিতে ১১৭ নম্বর জাতীয় সড়কে অবরোধ করে স্থানীয়রা।

Man murders father-in-law over family dispute at Diamond Harbour
Published by: Subhamay Mandal
  • Posted:November 6, 2019 11:40 am
  • Updated:November 6, 2019 11:49 am  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: শ্বশুরকে লক্ষ্য করে গুলি করল জামাই ও তার ভাই। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার পারুলিয়া-চাঁদনগর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ শ্বশুরকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে ১১৭ নম্বর জাতীয় সড়কে অবরোধ করে স্থানীয়রা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় বেসরকারি বাসের চালক শেখ মোক্তার ডায়মন্ড হারবার থানার মোহনপুরের বাসিন্দা। রোজকার মত মঙ্গলবার রাতেও বাস গ্যারাজে ঢুকিয়ে নিজের স্কুটিতে চড়ে ডায়মন্ড হারবার থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ১১৭ নং জাতীয় সড়কের ওপর তাঁকে পিছন থেকে একটি মোটরবাইক অনুসরণ করে। মোটরবাইকে থাকা দুই যুবক পারুলিয়া ও চাঁদনগর মোড়ের মাঝখানে একটি ফাঁকা জায়গায় এসে বছর পঁয়তাল্লিশের শেখ মোক্তারকে পিছন থেকে গুলি করে চম্পট দেয়। কোনওক্রমে স্কুটি চালিয়ে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালের দিকে যাওয়ার চেষ্টা করেন গুলিবিদ্ধ মোক্তার। কিন্তু কিছুটা দুরে যেতেই স্কুটি নিয়ে রাস্তার উপর পড়ে যান তিনি। স্থানীয় বাসিন্দারা এসে তাঁকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় হাসপাতালে স্থানান্তরিত করতে হয়।

Advertisement
জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের।

[আরও পড়ুন: সপরিবারে ছেলেকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা বাবার, চাঞ্চল্য গলসিতে]

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, যে মোটরবাইকের আরোহীরা মোক্তারকে লক্ষ্য করে গুলি চালায় তারা মোক্তারের জামাই হারুন সর্দার ও তার ভাই দিলওয়ার সর্দার। আহত মোক্তারের পরিবারের অভিযোগ, তিনবছর আগে মোক্তারের মেয়ের সঙ্গে দেখাশোনা করেই বিয়ে হয়েছিল সংগ্রামপুরের তালা গ্রামের বাসিন্দা হারুনের। বিয়ের পর প্রথমদিকে তাদের সংসার ভালভাবে চললেও পরে শুরু হয় নানা সাংসারিক অশান্তি। এখন আদালতে বিবাহবিচ্ছেদের মামলা চলছে। সেসব অশান্তির কারণেই শ্বশুরকে গুলি করেছে জামাই ও তার ভাই দিলওয়ার। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশিও চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় এলাকায় রাতে উত্তেজনাও তৈরি হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement