Advertisement
Advertisement

Breaking News

Baguiati Murder

পাড়ায় রমরমিয়ে গাঁজা ব্যবসা, প্রতিবাদ করে ভাইয়ের হাতে ‘খুন’ দাদা!

ঘটনার পর পলাতক অভিযুক্ত, আটক তার স্ত্রী।

Man murders brother for protesting weed business in Baguiati, accussed absconded | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 6, 2023 3:01 pm
  • Updated:June 6, 2023 5:11 pm  

বিধান নস্কর, দমদম: অবৈধভাবে রমরমিয়ে মদ, গাঁজার ব্যবসা ফেঁদে বসেছিল ভাই। তারই প্রতিবাদ করেছিলেন দাদা। প্রাথমিক বচসা থেকে একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল বাগুইআটির আদর্শ পল্লিতে। ভাইয়ের হাতে খুন (Murder) হলেন দাদা! মঙ্গলবার ভোরে এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ভাই। তার স্ত্রীকে আটক করেছে বাগুইআটি (Baguiati) থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন স্থানীয় কাউন্সিলর। তিনিই পরিবারকে নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যাচ্ছে, বাগুইআটির আদর্শ পল্লিতে অনেকদিন ধরেই চলছে মদ, গাঁজা অবৈধ ব্যবসা। গাঁজা ব্যবসায়ী হিসেবে সেখানে রীতিমতো পরিচিত রাজু মণ্ডল। এলাকার বিভিন্ন জায়গায় কাউন্টার করে বেআইনিভাবে গাঁজা সরবরাহ করে রাজু। এর প্রতিবাদ করেছিলেন তার দাদা রবীন মণ্ডল। তা নিয়ে দু’ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা চলতই।

Advertisement

[আরও পড়ুন: ‘ভয় পেয়েছেন, উঠল বাই তো কটক যাই’, মুখ্যমন্ত্রীর ওড়িশা সফরকে খোঁচা দিলীপের]

পরিবার সূত্রে খবর, সোমবার রাতে তা চরমে ওঠে। দাদা রবীনকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে ভাইয়ের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় রবীন মণ্ডলকে বাগুইহাটির দেশবন্ধু নগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে বাগুইআটি থানায়। ইতিমধ্যে অভিযুক্ত ভাইয়ের স্ত্রী পূর্ণিমা মণ্ডলকে আটক করেছে পুলিশ। পলাতক (Absconded) অভিযুক্ত ভাই রাজু মণ্ডল।

[আরও পড়ুন: যশবন্তপুর-হাওড়া সুপারফাস্টে অন্ধ্রের ডিম ফেটে চৌচির দুর্ঘটনায়, গন্ধে প্রাণ ওষ্ঠাগত]

মৃতের পুত্রবধূ নয়নতারা মণ্ডলের অভিযোগ, ”আমার শ্বশুরের হার্টের সমস্যা আছে। অনেকদিন ধরে তিনি শয্যাশায়ী। সেদিন এত ঝগড়াঝাঁটি হয়েছে, ওঁ আরও অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তারপরও এসে শ্বশুরকে এমন মারধর করল, বুকে কোপ বসাল যে উনি মারাই গেলেন।” ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যান বিধাননগরের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগ। তাঁর অভিযোগ, এলাকায় অনেকদিন ধরে গাঁজা ব্যবসা চলছিল। রবীন মণ্ডল তাঁর প্রতিবাদ করেন। আর যে গাঁজা ব্যবসা চালাত, ওঁর ভাই, প্রতিবাদ করায় দাদাকে ব্যাপক মারধর করে। হাসপাতালে নিয়ে গেলে মৃত্য হয় তাঁর। কাউন্সিলরের সাহায্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত রাজু মণ্ডলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement