Advertisement
Advertisement

পাড়ার আড্ডায় বচসা, বন্ধুর হাতে খুন যুবক

পলাতক অভিযুক্ত।

Man murdered by friend over spat, accused fled away

ছবি: প্রতীকী।

Published by: Subhamay Mandal
  • Posted:March 21, 2019 9:32 am
  • Updated:March 21, 2019 9:32 am  

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: আড্ডায় বচসা। তারই জেরে বন্ধুর হাতে খুন হতে হল এক যুবককে। বুধবার ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার গন্ধবপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম প্রদীপ ঘোষ (৩০)। তার বাড়ি ওই থানার গন্ধবপুর এলাকাতেই। বন্ধুকে খুনের পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত দেবাশিস ঘোষ। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রদীপ পাড়ায় বেরিয়ে যখন বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন, তখন দেবাশিস ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় প্রদীপ দেবাশিসের সঙ্গে কথা বলতে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, বচসা চলাকালীন দেবাশিস ধারালো অস্ত্র নিয়ে প্রদীপের উপর ঝাপিয়ে পড়ে। এরপর ধারালো অস্ত্র দিয়ে প্রদীপকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এই দেখে আড্ডায় থাকা অন্যান্য বন্ধুরা ভয়ে আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায়।

[নোটিসের ড্রাফটিং ঠিক নেই, কমিশনের শোকজ প্রসঙ্গে পালটা বাবুলের]

Advertisement

ঘটনার কিছু পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করেন। তাঁরাই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। দুপুরে কলকাতায় যাওয়ার পথে তার অবস্থার আরও অবনতি হলে তাকে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন প্রদীপ মৃত্যুর কোলে ঢলে পড়েন। কী কারণে প্রদীপকে খুন করা হল, তা জানতে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ঘটনার পর অভিযুক্ত দেবাশিস ঘোষ পলাতক। পুলিশ তাকে খুঁজছে। পুরনো কোনও শত্রুতা থেকে এই খুন বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে।

[অপরাধে উৎসাহ দিচ্ছেন বাবুল সুপ্রিয়! বর্ধমানে জোড়া এফআইআর দায়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement