Advertisement
Advertisement

Breaking News

Katwa

চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন হেনস্তা, কুকীর্তি ঢাকতে ‘নিশি ভূতের’ গল্প ফাঁদল অভিযুক্ত!

অভিযুক্তর খোঁজে কাটোয়া পুলিশ।

Man made up haunted story to cover up harassment of a child in Katwa

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:May 4, 2023 12:03 pm
  • Updated:May 4, 2023 12:05 pm  

ধীমান রায়, কাটোয়া: চকোলেটের লোভ দেখিয়ে শিশুকে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার রাতে কাটোয়ার মুস্তাপুর গ্রামের পুকুর পাড় থেকে বিধ্বস্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। আপাতত কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সে। কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। স্থানীয় সূত্রে খবর, যৌন নির্যাতনের পর নিজেকে বাঁচাতে ভূতের গল্প ফেঁদেছিল অভিযুক্ত।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা শিশুর বাবা ভিনরাজ্যে কাজ করেন। মুস্তাপুরে মায়ের সঙ্গেই থাকত ভাই ও বোন। গ্রামে ধর্মরাজের পুজো চলছিল। সেই পুজোয় যেতে বাড়ি থেকে বেরিয়েছিল শিশু। বিকেলের পর থেকে মেয়েটির কোনও হদিশ মেলেনি। অবশেষে রাতে একটি পুকুরের ধার থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, চকোলেটের টোপ দিয়ে ডেকে শিশুটিকে যৌন নির্যাতন করেছে অভিযুক্ত রাজু বিশ্বাস (২৫)। পরিবারের অভিযোগ ভিত্তিতে রাজুর খোঁজ করছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: ‘কালীঘাটের কাকু’-সহ তিনজনের বাড়িতে CBI, স্ক্যানারে পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্তসহায়কও]

স্থানীয় সূত্রে খবর, রাস্তার ধারে একটি ঝোপে নিয়ে গিয়ে মেয়েটিকে যৌন নিগ্রহ করে রাজু। শিশুটির চিৎকার বন্ধ করতে গলায় আঙুল ঢুকিয়ে দিয়েছিল সে। কুকীর্তি নিয়ে মুখ বন্ধ রাখার হুমকিও দিয়েছিল। অসমর্থিত সূত্রে খবর, রাজু মেয়েটিকে শিখিয়ে দিয়েছিল, কেউ যদি এ বিষয়ে জিজ্ঞেস করে তাহলে সে যেন নিশি ভূতের উপর দোষ চাপায়। বলে, ‘নিশি ভূতে এই কাণ্ড ঘটিয়েছে’।

[আরও পড়ুন: কৃষ্ণ কল্যাণীকে রাতভর জেরা আয়কর কর্তাদের, ‘দুর্নীতি করিনি’, দাবি রায়গঞ্জের বিধায়কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement