Advertisement
Advertisement
Hooghly

সাইকেল চুরির ‘অপরাধে’ পিটিয়ে খুন, ব্যাপক চাঞ্চল্য হুগলিতে

কীভাবে এই অমানবিক ঘটনা ঘটল? উঠছে প্রশ্ন।

Man lynched for allegedly stealing cycle on Hooghly | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 27, 2023 12:46 pm
  • Updated:May 27, 2023 12:46 pm

সুমন করাতি, হুগলি: সাইকেল চুরির ‘অপরাধে’ গণপিটুনিতে প্রাণ গেল এক ব্যক্তির। অভিযোগ, চুরির করার ‘শাস্তি’ দিতে ওই ব্যক্তিকে গাছে বেঁধে ব্যাপক মারধর করা হয়।

ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) ডানলপ এলাকায়। পুলিশের তরফে জানানো হয়েছে, হামলাকারীদের মারধরের ঘটনায় মৃত্যু হয়েছে গোরক দাস নামের ব্যক্তির। এই ঘটনায় সাতসকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে।

Advertisement

[আরও পড়ুন: ‘রাজনীতি করতে আসিনি’, এগরা বিস্ফোরণ কাণ্ডে আর্থিক সাহায্য ঘোষণা করে ক্ষমাপ্রার্থী মুখ্যমন্ত্রী]

জানা গিয়েছে, এদিন সাইকেল চুরির অভিযোগ ওঠে গোরক দাসের বিরুদ্ধে। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা গোরককে ধরে ফেলে এলাকার একটি গাছে বাঁধা হয়। এরপরই চুরির অপরাধে ব্যাপক মারধর করা হয় তাঁকে। আর তাতেই মৃত্যু হয় গোরকের। ঘটনায় উত্তেজনা ছড়াতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। কিন্তু এই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কেন এই অমানবিক ঘটনা ঘটল? কীভাবে নিজেদের হাতে আইন তুলে নিলেন স্থানীয়রা? উঠছে প্রশ্ন। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। গোরকের সঙ্গে হামলাকারীদের কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। গোরকের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার।

[আরও পড়ুন: ‘আমরা এর বিচার চাই’, কলকাতা বিমানবন্দরে পুুলিশি হেনস্তার মুখে অভিনেতা মৈনাক ও তাঁর স্ত্রী!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement