নিজস্ব সংবাদদাতা,বনগাঁ: সাংসারিক অশান্তির জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল স্বামী। বনগাঁ থানার অন্তর্গত জয়পুরের মর্মান্তিক ঘটনায় মৃত গৃহবধূ বছর সাতাশের শ্যামলী প্রামাণিক। আত্মঘাতী হয়েছেন তাঁর স্বামী পার্থ প্রামাণিক। শুক্রবার সকালে জয়পুরে পালপাড়ার বাড়ি থেকে শ্যামলী দেবীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, এদিন সকালেই চাঁদপাড়া রেল স্টেশনের কাছ থেকে পার্থর দেহ উদ্ধার করে জিআরপি। শুরু হয়েছে তদন্ত।
সূত্রের খবর, বছর দশেক আগে গাইঘাটা থানার আংরাইল এলাকার পার্থ প্রামাণিকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পালপাড়ার শ্যামলীর। তারপর দু’জনের বিয়ে হয়। বর্তমানে দুই কন্যা সন্তানের অভিভাবক তাঁরা। পার্থ তেমন কোনও কাজ করতেন না। তাই বছর দুয়েক আগে তিনি তাঁর আংরাইলের বাড়ি ছেড়ে জয়পুরের পালপাড়ায় শ্বশুরবাড়িতে থাকা শুরু করেন৷ সম্প্রতি শ্যামলী দেবী একটি বিমা সংস্থার এজেন্ট হিসেবে কাজ শুরু করেছিলেন। আত্মীয় ও প্রতিবেশীরা জানাচ্ছেন, বিয়ের পর থেকেই অর্থনৈতিক কারণে সাংসারিক অশান্তি লেগেই থাকত ওই দম্পতির মধ্যে।
বৃহস্পতিবার রাতে শ্যামলীর মা শিখা বিশ্বাস তাঁর বড় নাতনীকে নিয়ে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। শ্যামলী এবং পার্থ ছোট মেয়েকে নিয়ে বাড়িতেই ছিলেন। সেই সময়ই ঘটে এমন কাণ্ড। শুক্রবার সকালে শিখাদেবী বাড়ি ফিরে দরজা খুলে দেখেন, খাটের উপরে গলায় গামছা জড়ানো অবস্থায় পড়ে রয়েছেন শ্যামলী। নিজেদের ছোট মেয়েকে নিয়ে নিখোঁজ পার্থ। এসব দেখে আতঙ্কিত শিখাদেবী পুলিশকে খবর দেন। তাঁর অভিযোগ, ‘শ্যামলীকে টাকার জন্য চাপ দিত পার্থ। সেই টাকা না পেয়েই শ্বাসরোধ করে মেয়েকে খুন করেছে সে।’ আবার কেউ কেউ জানাচ্ছেন, সম্প্রতি শ্যামলীদেবীর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠছে বলে সন্দেহ করতেন পার্থ। তাই অশান্তি আরও বেড়ে উঠছিল। যদিও এই তথ্যের সত্যতা যাচাই করছে পুলিশ।
শুক্রবার সকালেই চাঁদপাড়া স্টেশনের কাছ থেকে পার্থর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। জিআরপি সূত্রে জানা গিয়েছে, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে পার্থ। পুলিশ সূত্রে আরও খবর, মৃত্যুর আগে পার্থ ছোট মেয়েকে আংরাইলে গিয়ে তার নিজের মায়ের কাছে রেখে এসেছিল৷ এ বিষয়ে পার্থর ভাই সুজিত প্রামাণিক বলেন, ‘কীভাবে দাদা-বৌদির মৃত্যু হয়েছে জানি না৷ তবে ওদের মধ্যে অশান্তি ছিল।’ পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.