Advertisement
Advertisement

কালনায় বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু, প্ররোচনার অভিযোগে ধৃত ভাই

সম্পত্তি হাতাতে ভাইয়ের প্ররোচনা, অভিযোগ প্রতিবেশীদের।

Man kills sister over property dispute in Kalna
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 27, 2017 2:16 pm
  • Updated:October 2, 2019 6:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুতে রহস্য পূর্ব বর্ধমানের কালনায়। নিজের বাড়ি থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয় শান্তি দাসের। অভিযোগ সম্পত্তি নিয়ে শান্তি দাসের সঙ্গে তাঁর এক ভাইয়ের বিবাদ চলছিল। তার জেরে আত্মহত্যা করেন ওই বৃদ্ধা। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

[কার ‘খুঁটি’র কত জোর, পুজোকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত নিউ আলিপুর]

Advertisement

শনিবার রাতে কালনা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের নেপপাড়ায় শোরগোল। শান্তি দাসের অস্বাভাবিক মৃত্যু নিয়ে এলাকায় হইহই পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, ভাই বিকাশ দাসের সঙ্গে এক বাড়িতে থাকতেন ৬২ বছরের শান্তিদেবী। সম্পত্তি নিয়ে বেশ কিছু দিন ধরে ভাই এবং ভাইয়ের স্ত্রীর সঙ্গে ওই বৃদ্ধার অশান্তি হত। শুক্রবার গণ্ডগোল চরম আকার নেয়। শনিবার সকাল থেকে শান্তিদেবীর কোনও সাড়া শব্দ পাননি প্রতিবেশীরা। ওই দিন বিকেলে বৃদ্ধার আর এক ভাই বিকাশ দাস পুলিশে অভিযাগ জানান। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা। ওই মহিলার শরীরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, নাকি তাঁকে খুন করা হয়েছে তার তদন্ত শুরু হয়েছে।

[মন্দিরে দুঃসাহসিক ডাকাতি, লক্ষাধিক টাকার গয়না-সহ লুট নগদ টাকা]

মৃতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ বিশ্বজিতকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিকাশের স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ  রয়েছে। প্রয়োজনে তাঁকেও ডাকতে পারেন তদন্তকারীরা। তবে বিকাশের আচরণে এলাকার লোকজন ক্ষুব্ধ। অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিবেশীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement