Advertisement
Advertisement

Breaking News

Bangaon

বধূকে কুপ্রস্তাব, বাড়িতে ঢুকে উঁকি দেওয়ার ‘শাস্তি’! প্রতিবেশীর কুড়ুলের কোপে খুন বৃদ্ধ

দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধের কুনজর ছিল, অভিযোগ ধৃতের স্ত্রীর। অন্যদিকে বৃদ্ধপত্নীর দাবি, স্বামী পরোপকারী ছিলেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে খুনের তদন্তে নেমেছে পুলিশ।

Man killed over allegation of peeping through neighbour's house in Bangaon

গ্রাফিক্স: অর্ঘ্য চৌধুরী।

Published by: Sucheta Sengupta
  • Posted:April 23, 2024 1:56 pm
  • Updated:April 23, 2024 4:38 pm  

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: প্রতিবেশীর বাড়িতে ঢুকে উঁকিঝুঁকি দেওয়ার খেসারত দিতে হল প্রাণ দিয়ে! কুড়ুলের কোপে বনগাঁয় খুন হলেন এক বৃদ্ধ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর হাজরাতলা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল, বয়স আনুমানিক ৬০ বছর। অভিযুক্ত পরিতোষ দাসকে গ্রেপ্তার (Arrested) করেছে পুলিশ।

জানা গিয়েছে, সোমবার রাত ১১ নাগাদ বনগাঁর (Bangaon) হাজরাতলার বাসিন্দা পরিতোষ বিশ্বাসের বাড়িতে ঢুকেছিলেন রবীন্দ্রনাথ। অভিযোগ, বাড়ির মধ্যে উঁকি (Peep) মারছিলেন তিনি। তখনই তাঁকে দেখতে পায় পরিতোষ। আর সঙ্গে সঙ্গে কুড়ুল দিয়ে এলোপাতাড়ি কোপ মারতে থাকে বলে অভিযোগ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রবীন্দ্রনাথ। তাঁর মাথায় ও মুখে একাধিক কোপ (Stab) মারা হয়েছে। এমন হামলার খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা রবীন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

[আরও পড়ুন: কত টাকায় লড়েছিলেন জীবনের প্রথম মামলা? গোপন তথ্য ফাঁস প্রধান বিচারপতির

অভিযুক্ত পরিতোষের স্ত্রী কাকলি দাসের অভিযোগ, তাঁর দিকে দীর্ঘদিন ধরে কুনজর ছিল রবীন্দ্রনাথের। সোমবার বিকালেও তাঁর দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছিল। তা লক্ষ্য করে স্বামী পরিতোষ। কাকলির দাবি, রাতে বাড়িতে ঢুকেও উঁকি দিচ্ছিলেন রবীন্দ্রনাথ। তখন তাঁর উপর কুড়ুল (Axe) নিয়ে হামলা চালায় পরিতোষ। মৃত রবীন্দ্রনাথের স্ত্রী সবিতা মণ্ডলের দাবি, স্বামী তাঁদের সঙ্গে থাকতেন না। তবে তিনি এলাকায় সকলের উপকার করতেন। কী কারণে তাঁকে এভাবে খুন করা হল, তা বুঝতে পারছেন না। কোনও সম্পর্ক ছিল কি না, তাও তিনি জানেন না। কী কারণে খুন করা হয়েছে, তার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে খুন করা হয়েছে।

[আরও পড়ুন: শূন্য থেকে শুরু! ‘সর্বহারা’ সেলিমকে সংসদে পাঠাতে প্রাণপাত করবে কংগ্রেস?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement