Advertisement
Advertisement

স্ত্রী ও শিশুপুত্রকে খুন, দেহ নিয়ে দীর্ঘক্ষণ বসে রইল অভিযুক্ত

পারিবারিক বিবাদের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের৷

Man killed his wife and son
Published by: Sayani Sen
  • Posted:February 2, 2019 1:05 pm
  • Updated:February 2, 2019 1:05 pm  

সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: পারিবারিক বিবাদের জের৷ স্ত্রী ও দশ মাসের শিশুপুত্রকে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি থানার গোড়ার মোড়ে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

[পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন, রোষের মুখে একাধিক জেলার পুলিশ সুপার]

প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস বসাক পরিবারের৷ কিন্তু শনিবার অনেক বেলা গড়িয়ে গেলেও পিন্টু বসাক, তার স্ত্রী এবং ছেলেকে দেখতে পাননি পরিজনেরা৷ বাড়ি মালিক ডাকাডাকি শুরু করেন৷ দরজা খুলে দেয় পিন্টু৷ বাড়িতে ঢুকে চমকে ওঠেন বাড়ি মালিক৷ তিনি দেখেন নিথর অবস্থায় ঘরেই পড়ে রয়েছে পিন্টুর স্ত্রী এবং তার পুত্রসন্তান৷ বাড়ি মালিকের চেঁচামেচিতে প্রতিবেশীরা জড়ো হয়ে যান৷ খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিন্টুকে আটক করে৷ থানায় নিয়ে গিয়ে পুলিশ তাকে জেরা করে৷ পুলিশ সূত্রে খবর, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদ তার লেগেই থাকত৷ সেই বিবাদের জেরেই স্ত্রী এবং পুত্রসন্তানকে খুন করে পিন্টু৷ শ্বাসরোধ করেই স্ত্রী ও পুত্রসন্তানকে খুন করার কথাও জেরায় জানায় সে৷ তবে কী কারণে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত, সে বিষয়ে নিজে মুখে এখনও কিছুই জানায়নি পিন্টু৷

Advertisement

[২৫ বছর পর ফিরল নিখোঁজ বাবা, হাসপাতালে জড়িয়ে ধরল ছেলে]

স্ত্রী এবং পুত্রসন্তানকে নিয়ে অভিযুক্ত পিন্টু দীর্ঘদিন ধরেই গোড়ার মোড়ের একটি বাড়িতে ভাড়া থাকত৷ বাড়ির মালিক জানান, প্রায়শই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করত পিন্টু এবং তার স্ত্রী৷ তবে কী কারণে দুজনের মধ্যে অশান্তি হত, সে বিষয়ে কিছুই জানা নেই বাড়িমালিকের৷ এ বিষয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ৷ রবিবার অভিযুক্ত পিন্টুকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে৷ হেফাজতে নিয়ে অভিযুক্তকে জেরা করে অশান্তির কারণ খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement