Advertisement
Advertisement

Breaking News

Canning

ঝগড়ার সময়ে পুরুষাঙ্গে আঘাত, ক্যানিংয়ে মৃত্যু প্রতিবেশী যুবকের

ছোটদের খেলা নিয়ে দু'জনের মধ্যে বচসায় এমন ঘটনা! অবাক এলাকাবাসী।

Man killed allegedly beaten at private part by neighbour in Canning | Sangbad Pratidin

প্রতীকী চিত্র।

Published by: Sucheta Sengupta
  • Posted:August 18, 2023 7:48 pm
  • Updated:August 18, 2023 7:48 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: পুরুষাঙ্গে আঘাত করে এক ব্যক্তিকে খুন (Murder) করার অভিযোগ উঠল এলাকারই আরেকজনের বিরুদ্ধে। মৃতের নাম শীতল নস্কর, বয়স ৪৮ বছর। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং (Canning) থানার গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা সংলগ্ন তেওরপাড়ায়। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত পলাতক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে এলাকার কচিকাঁচারা ক্যানিংয়ের ধর্মতলার তেওরপাড়ার একটি মাঠে খেলা করছিল। সেই সময় তাঁদের মধ্যে গন্ডগোল হয়। কচিকাঁচাদের গন্ডগোল থামাতে এগিয়ে যায় শীতল নস্কর। সেখানে পাড়ার যুবক মিঠুন শিকারীর সঙ্গে বচসায় (Quarrel) জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই সময় শীতলকে মাঠের মধ্যে ফেলে বেধড়ক মারধর করে মিঠুন শিকারী। পাশাপাশি তার পুরুষাঙ্গে (Private Part) আঘাত করা হয় বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: ধূপগুড়ি উপনির্বাচন: মমতা, অভিষেক-সহ ৩৭ জন তারকা! ভোটে জিততে প্রচারে ঝাঁপাচ্ছে TMC]

ঘটনায় গুরুতর জখম অবস্থায় মাঠেই ছটফট করতে থাকেন শীতল। পাড়া-প্রতিবেশীরা ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি শীতলকে উদ্ধার করে চিকিৎসার জন্য বারুইপুর হাসপাতালে (Baruipur Hospital) নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু (Death) হয় শীতলের। মৃতদেহ নিয়ে বাড়িতেই ফিরে যাচ্ছিলেন। ঘটনার খবর পায় ক্যানিং থানার পুলিশ। পুলিশ মাঝপথে ওই ব্যক্তিকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে শোকে কান্নায় ভেঙে পড়ে নস্কর পরিবার। নস্কর পরিবারের দাবি, অভিযুক্ত মিঠুনের চরম শাস্তি চাই। যদিও মিঠুন শিকারী পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। এলাকায় চরম উত্তেজনা।

[আরও পড়ুন: লোকসভায় আমেঠি থেকেই লড়বেন রাহুল, জল্পনার মাঝে দাবি উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement