Advertisement
Advertisement

ডুয়ার্সে ১৫ কোটি টাকার চারটি তক্ষক-সহ ধৃত যুবক

ধৃতকে জেরা করে পাচারচক্রের মূল পান্ডাদের সন্ধান শুরু করেছে পুলিশ৷

man held with gecko in Dooars
Published by: Kumaresh Halder
  • Posted:December 7, 2018 8:36 pm
  • Updated:December 7, 2018 8:36 pm  

অরূপ বসাক, মালবাজার: ফের ডুয়ার্সে সক্রিয় বন্যপ্রাণী পাচার চক্র৷ গোপন সূত্রে অভিযান চালিয়ে লুপ্তপ্রায় বিরল প্রজাতির চারটি তক্ষক উদ্ধার করল পুলিশ৷ এক ফুটেরও কম উচ্চতার সরীসৃপ এই তক্ষকের আন্তর্জাতিক বাজারে মূল্য প্রায় ১৫ কোটি টাকা কাছাকাছি বলে সূত্রে খবর৷ ভারত হয়ে চিনে চোরাপথে পাচারের আগেই নগড়াকাটা বাইপাস সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কের পাশেই পুলিশের জালে ধরা পড়ে বিরল প্রজাতির চারটি তক্ষক৷ বেআইনিভাবে বন্যপ্রাণী পাচারের অভিযোগে দীনেশ বিশ্বকর্মা নামের বছর যুবককে গ্রেপ্তার করে পুলিশ৷ দীনেশ ডুয়ার্সের দলগাঁও চা বাগান সংলগ্ন এলাকায় বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতকে জেরা করে পাচারচক্রের মূল পান্ডাদের সন্ধান শুরু করেছে পুলিশ৷ আজ, শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ৷

[ঝাড়গ্রামে পর্যটকদের সমস্যা মেটাতে স্থানীয় যুবকদের প্রশিক্ষণ]

গোপন সূত্রে খবর পেয়ে নগড়াকাটা বাইপাস ৩১ নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি এলাকায় ফাঁদ পাতে পুলিশ৷ দীর্ঘ অপেক্ষার পর ১৫ কোটি টাকার চারটি তক্ষক-সহ পাচারকারীকে পাকড়াও করে পুলিশ৷ ধৃত দীনেশ পুলিশকে জানিয়েছে, তক্ষক চারটি লম্বায় পাঁচ থেকে সাত ইঞ্চির কাছাকাছি৷ ওজন প্রায় ৫০০ গ্রামের বেশি৷ ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, তক্ষকগুলি চিনে পাচারের লক্ষ্যে মায়ানমার হয়ে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ডুয়ার্সে আনা হয়৷ এরপর হাত বদল হয়ে সীমান্ত পেরনোর কথা ছিল৷ তবে, সীমান্ত পাচারের আগেই এদিন পুলিশি অভিযানে ভেস্তে যায় গোটা প্রক্রিয়া৷

Advertisement

[সীমান্তে জাল ভোটার কার্ড তৈরির কারবারের পর্দাফাঁস, ধৃত যুবক]

এই ব্যাপারে গরুমারা দক্ষিণের রেঞ্জার অয়ন চক্রবর্তী সংবাদমাধ্যমে বলেন, ‘‘ধৃত পাচারকারীকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে৷ পাচারচক্রের মূল পান্ডাদের সন্ধানও শুরু হয়েছে৷’’ এদিনের তক্ষকগুলি উদ্ধারের পর শারীরিক অবস্থা পরীক্ষার জন্যে বন কর্তাদের ডাকা হয়৷ পরীক্ষার পর তক্ষকগুলি সুস্থ করে পরে বনে ছেড়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷ আজব এই তক্ষকের গুণাগুণ একেবারে চমকে দেওয়ার মতো। এইডস, ক্যানসার-সহ বিভিন্ন বলবর্ধক ওষুধ ওই বিরল প্রজাতির তক্ষকের দেহাংশ থেকেই তৈরি হয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement