নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: সাংসারিক অশান্তির জেরে স্ত্রী-কে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শম্ভুচরণ মণ্ডল। বনগাঁ থানার সভাইপুর এলাকার ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিজের ঘরে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে গীতা মণ্ডল নামে ওই গৃহবধূ। স্বামী ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে আসেন। আগুনে শরীরের ৮০ শতাংশই পুড়ে যায় ওই গৃহবধূর। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে অন্যত্র স্থানান্তরিত করেন। ওই দিন রাতে বারাসাত জেলা হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
[‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদিকে পেয়ারা উপহার দেবেন বারুইপুরের ট্যাক্সিচালক শহিদুল]
স্থানীয়রা জানান, ওই দিন শিশুকে দুধ খাওয়ানো নিয়ে দম্পতির মধ্যে বিবাদের পরেই গায়ে আগুন দিয়ে আত্নহত্যার চেষ্টা করেন গৃহবধূ। দুধ খাওয়াতে নিষেধ করেন অভিযুক্ত স্বামী শম্ভুচরণ। মায়ের কোল থেকে ছেলেকে কেড়ে নিয়ে যায় স্বামী। এরপরই ফাঁকা ঘরে ওই গৃহবধু গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বনগাঁ মহকুমা হাসপাতালে গিয়ে গৃহবধূর জবানবন্দি নেয় পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি চলত। ঘটনার পরই পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করে। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে শনিবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠায় পুলিশ।
[৯ কোটির তক্ষক-সহ মুর্শিদাবাদে ধৃত যুবক]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.