Advertisement
Advertisement
Goutam Deb

মেয়রের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা তোলার চেষ্টা! পুলিশের দ্বারস্থ গৌতম দেব

হোয়াটসঅ্যাপ থেকে মেয়রের ছবি বদলে দেন ওই অভিযুক্ত।

Man held for impersonating Gautam Deb on WhatsApp
Published by: Paramita Paul
  • Posted:July 30, 2024 5:03 pm
  • Updated:July 30, 2024 5:59 pm  

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: মেয়রের ছবি ব্যবহার করে কাউন্সিলরদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ। এই ঘটনা সামনে আসতেই মঙ্গলবার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এর পরই হোয়াটসঅ্যাপ থেকে মেয়রের ছবি বদলে দেন ওই অভিযুক্ত।

গৌতম দেব জানতে পারেন, হোয়াটসঅ্যাপে তাঁর ছবি ব্যবহার করে অনৈতিক কাজ করা হচ্ছে। কাউন্সিলরদের কাছ থেকে বিশেষ প্রয়োজনের নাম করে টাকা চাওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হন। অভিযোগ দায়ের করেন। এর পরই ওই ফোন নম্বর থেকে মেয়রের ছবি সরিয়ে দেওয়া হয়।

Advertisement

[আরও পড়ুন: গরুপাচার কাণ্ড: CBI মামলায় অনুব্রত মণ্ডলের জামিন, জেলমুক্তি হবে?]

জানা গিয়েছে, শিলিগুড়ির পাঁচজন বোরো চেয়ারম্যানের নামেও এভাবে মেসেজ করে টাকা চাওয়া হয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্তর খোঁজ মেলেনি। 

[আরও পড়ুন: ওয়ানড় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, আর্থিক সাহায্য ঘোষণা মোদির

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement