Advertisement
Advertisement

Breaking News

Nepal

নাবালিকাকে অপহরণ করে নেপালে ‘পাচার’, ৬ মাস পর মোবাইলই ধরিয়ে দিল অভিযুক্তকে

অভিযুক্তকে গ্রেপ্তার করে বউবাজার থানার পুলিশ।

Man held for allegedly kidnapping girl | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:December 6, 2023 9:23 pm
  • Updated:December 6, 2023 9:23 pm  

অর্ণব আইচ: নাবালিকাকে অপহরণ করে নেপালে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। যুগল কলকাতায় ফিরে আসার পর নাবালিকাকে উদ্ধার করা গেলেও গা-ঢাকা দেয় অভিযুক্ত যুবক। শেষ পর্যন্ত মোবাইলের সূত্র ধরেই মিলল তাঁর সন্ধান। উত্তর ২৪ পরগনার মধ‌্যমগ্রামে তল্লাশি চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করলেন মধ‌্য কলকাতার বউবাজার থানার আধিকারিকরা।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম পবিত্র গিরি। বউবাজার এলাকার বাসিন্দা ওই নাবালিকা মধ‌্য কলকাতারই একটি স্কুলের ছাত্রী। সোশাল মিডিয়ায় অনেক ‘বন্ধু’র সঙ্গেই পরিচয় হয় ওই কিশোরীর। সেই তালিকায় ছিল পবিত্রও। ফেসবুকে আলাপ হওয়ার পর দুজনের মধ্যে মোবাইল নম্বর বিনিময় হয়। এর পর দুজন কলকাতার বিভিন্ন জায়গায় দেখা করে। কিশোরীর অভিভাবকদের অভিযোগ, ৬ মাস আগে ওই যুবক তাঁদের মেয়েকে অপহরণ করে কলকাতা থেকে পালায়। তখনই তাঁরা বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন।

Advertisement

[আরও পড়ুন: জমি নিয়ে দুই পাড়ার বিবাদ, পিটিয়ে ‘খুন’ প্রৌঢ়কে, উত্তপ্ত খানাকুল]

প্রাথমিক তদন্তের পর মোবাইল ও সোশাল মিডিয়ার সূত্র ধরে পুলিশ জানতে পারে, যুবক নাবালিকাকে নিয়ে নেপালে পালিয়েছে। সেখানে পুলিশ যোগাযোগের চেষ্টা করে। কিছুদিন পর নেপাল সীমান্ত পেরিয়ে উত্তরবঙ্গে আসে তারা। সেখান থেকে কলকাতার দিকে আসার সময়ই পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে। যুবকের বিরুদ্ধেও পকসো মামলায় নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। বেগতিক বুঝে পালিয়ে যায় অভিযুক্ত।

এর পর থেকেই গা-ঢাকা দিয়েছিল অভিযুক্ত। পুলিশ মোবাইলের সূত্র ধরে সন্ধান চালাতে থাকে। সম্প্রতি বউবাজার থানার আধিকারিকদের কাছে খবর আসে যে, ওই যুবক মধ‌্যমগ্রামে গা-ঢাকা দিয়ে রয়েছে। মঙ্গলবার গভীর রাতে তল্লাশি চালিয়ে পুলিশ অভিযুক্তকে পকসো আইনে গ্রেপ্তার করে। ধৃতকে জেরা করে এই ব‌্যাপারে আরও তথ‌্য জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: ‘মাছ কম কেন?’, অন্নপ্রাশনের দিনই মাকে ‘মার’, সন্তানকোলে আত্মহত্যার চেষ্টা বধূর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement