Advertisement
Advertisement

Breaking News

স্ত্রীকে লাগাতার ধর্ষণের চেষ্টার অভিযোগ, ভাইকে খুন করল দাদা

চাঞ্চল্য আলিপুরদুয়ারে।

Man hacked to death by brother in Alipurduar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 3, 2017 1:59 pm
  • Updated:October 3, 2017 1:59 pm  

অরূপ বসাক, আলিপুরদুয়ার: তার স্ত্রীকে লাগাতার ধর্ষণের চেষ্টা করছিল ভাই। এই অভিযোগকে কেন্দ্র করে রাতে ভাইয়ের সঙ্গে একপ্রস্থ অশান্তি হয়েছিল দাদার। সকালে ফের দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন রাগের মাথায় ভাইকে ধারালো অস্ত্রের কোপে খুন করেছে দাদা। অভিযুক্ত সুরেশ হোরোকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের মেটেলি ব্লকের বিধাননগর এলাকায়।

[বিজেপির অন্দরে মুকুলকে নিয়ে জোর আলোচনা, ইঙ্গিত কি স্পষ্ট!]

Advertisement

জানা গিয়েছে, বিধাননগর গ্রাম পঞ্চায়েতের জাহাজ বস্তি এলাকায় স্ত্রী ও দেড় বছরের ছেলেকে থাকে অভিযুক্ত সুরেশ হোরো। দাদা-বৌদির সংসারেই খাকত ভাই হারকিউলিস। সুরেশ পেশায় স্থানীয় নাকটি চা বাগানের শ্রমিক। অভিযোগ, দীর্ঘদিন ধরে নিজের বৌদিকেই ধর্ষণের চেষ্টা চালাচ্ছিল হারকিউলিস। রবিবার বিষয়টি জানাজানি হয়ে যায়। রাতে এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে অশান্তি হয়। সোমবার ভোরে কাজে যাওয়ার সময়ে, সুরেশকে গালিগালাজ করে হারকিউলিস। সুরেশের স্ত্রীকে ধর্ষণ করার হুমকি দেয় সে। ফের দুই ভাইয়ের বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন সুরেশকে লাঠি দিয়ে মারে হারকিউলিস। এরপরই ধারালো অস্ত্র দিয়ে ভাইকে কোপাতে শুরু করে সুরেশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় হারকিউলিসের। খবর পেয়ে জাহাজবস্তি এলাকায় অভিযুক্ত সুরেশের বাড়িতে যায় মেটেলি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আটক করা হয় সুরেশ হোরোকে।

[শারদ কার্নিভাল মুখ্যমন্ত্রীর পাপের প্রায়শ্চিত্ত, তোপ দাগলেন বাবুল সুপ্রিয়]

ঘটনায় সুরেশের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার দাদা রাজকুমার হোরো। সেই অভিযোগের ভিত্তিতেই সুরেশকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

[লক্ষ্মীপুজোতেও ভোগাতে পারে বৃষ্টি, আশঙ্কা আবহাওয়াবিদদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement